• Hardik Pandya:‌ ছন্দে নেই হার্দিক, টি২০ বিশ্বকাপ দলে সুযোগ পাবেন?‌
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক এখন তিনি। কিন্তু ছন্দের ধারেকাছে নেই হার্দিক পান্ডিয়া। ব্যাটে রান নেই। বল হাতে ট্যাক্সির মিটারের গতিতে রান দিচ্ছেন। ৬ ম্যাচে রান করেছেন মাত্র ১৩১। গড় মাত্র ২৬.‌২০। আর বোলিং করতে এলে পাওয়ার প্লে–তে মার খাচ্ছেন। মিডল ওভার বা ডেথ ওভারেও অবস্থা তথৈবচ। চেন্নাই ম্যাচে তো ২৬ রান দিয়েছেন এক ওভারে। সূত্রের খবর, টি২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে কিছুদিন আগেই কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা বৈঠক করেছেন। বৈঠকের নির্যাস, হার্দিককে নিয়মিত বিভিন্ন পরিস্থিতিতে ভাল বল করতে হবে। আর ব্যাট হাতেও উঠতে হবে জ্বলে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে বোর্ড নাকি স্পষ্ট বার্তাও পাঠিয়ে দিয়েছে। কিন্তু হার্দিক না পারলে?‌ সেক্ষেত্রে বিশ্বকাপের দলে সুযোগ নাও মিলতে পারে। এমনিতেই হার্দিকের সঙ্গে রোহিতের এখন ‘‌ঠান্ডা’‌ লড়াই চলছে। তাই রোহিত যদি হার্দিকের পারফরম্যান্সে খুশি না হন, তাহলে কোপ পড়তে পারে অলরাউন্ডারের উপর। অন্যদিকে বোর্ডের নজরে রয়েছে চেন্নাই সুপার কিংসের শিবম দুবে। কিন্তু দীর্ঘদেহী এই অলরাউন্ডার চেন্নাইয়ের হয়ে খেলছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। আর বোলিং করতে দেখা যাচ্ছে না। তবে স্পিনারদের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছেন দুবে। তিনি বিশ্বকাপের দলে সুযোগ পেলে হয়ত ব্যাটসম্যানের পাশাপাশি পার্টটাইম বোলার হিসেবে আসবেন। 
  • Link to this news (আজকাল)