• Election: ‌চতুর্থ দফার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে কবে?‌ জানুন ক্লিক করে...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্যে বিজ্ঞপ্তি জারি হবে বৃহস্পতিবার। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। এই দফায় ৯টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে ১৩ মে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি আসন রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনের সবকটিতে, তেলঙ্গানার ১৭টি আসনের পাশাপাশি উত্তরপ্রদেশের ১৩, মহারাষ্ট্রের ১১, মধ্যপ্রদেশের ৮, বিহারের ৫, ঝাড়খণ্ড ও ওড়িশার চারটি করে আসনে ও জম্মু–কাশ্মীরের একটি আসনে চতুর্থ পর্যায়ে ভোট হবে। ২৫শে এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে। একইসঙ্গে অন্ধ্রপ্রদেশ বিধানসভার এক দফা এবং ওড়িশা বিধানসভার প্রথম পর্যায়ের ভোটগ্রহণের জন্যেও বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারির পর মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। এদিকে, তৃতীয় দফার ভোটের জন্য প্রার্থীপদ দাখিলের কাজ চলছে। এই দফায় পশ্চিমবঙ্গের চারটি সহ ৯৪টি আসনে ভোট হবে ৭ মে। শুক্রবার ১৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। নাম প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল।
  • Link to this news (আজকাল)