• Ram Navami: রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদি–মমতা
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার রামনবমী। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী। সেকথাই টুইটে এদিন সবাইকে মনে করিয়ে দেন মোদি। বুধবার সকালে টুইটে মোদি লেখেন, ‘‌রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। এইদিনের অপেক্ষায় ছিলেন দেশবাসী।’‌ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‌সবাইকে রামনবমীর শুভেচ্ছা। সবাই শান্তি বজায় রাখুন। সকলের সমৃদ্ধি ও উন্নয়ন হোক।’‌ প্রসঙ্গত, গত বছর রামনবমীতে রাজ্যের বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছিল। তাই এবার বিভিন্ন জায়গায় শর্তসাপেক্ষে রামনবমী পালনের অনুমতি দিয়েছে আদালত। সেই মতোই শোভাযাত্রার ব্যবস্থা করা হয়েছে। ‌‌
  • Link to this news (আজকাল)