• Murshidabad: বাইর‌‌ন বিশ্বাসের বাড়িতে নির্বাচনী ‘‌প্রচারে’‌ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সটান হাজির হলেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের ধুলিয়ানের বাড়িতে। যদিও সাগরদিঘির বিধায়ক তখন বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। ঈশা খান চৌধুরী বেশ কিছুক্ষণ বাইরনের বাড়িতে বসে কয়েকজন বিড়ি শ্রমিকের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা জানতে চান। প্রসঙ্গত মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফরাক্কা এবং সামশেরগঞ্জ বিধানসভা আসন দুটি মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত। বুধবার সকাল থেকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় রোড শো করে তাঁর নির্বাচনী প্রচার চালান। এরই মাঝে ধুলিয়ান পুরসভা এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় হঠাৎই বাইরন বিশ্বাসের বাড়িতে ঢুকে পড়েন ঈশা খান চৌধুরী। এই ঘটনা অন্য মাত্রা পেয়েছে জেলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে বাইরনের বাবা বাবর আলি বিশ্বাসের ‘‌পছন্দ’‌ না হওয়ায় বিশ্বাস পরিবারের সদস্য এবং বাইরনের মামাতো ভাই আসাদুল বিশ্বাস জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সূত্রের খবর আসাদুলের নির্বাচনে পিছন থেকে পুরো মদত দিচ্ছেন বাইরনের বাবা বাবর আলি বিশ্বাস। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাইরন নিজে কংগ্রেসের টিকিটে জিতে পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রার্থীর বাড়িতে আসাকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ বাইরনের ছোট ভাই মিল্টন বিশ্বাস। মিল্টন বিশ্বাস জানান, ‘‌কংগ্রেস প্রার্থী আমাদের বাড়িতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন।’‌ এদিকে নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রার্থীর বাইরন বিশ্বাসের বাড়িতে যাওয়াকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ–সভাপতি বিকাশ নন্দ বলেন, ‘‌যে কোনও প্রার্থী কারও বাড়ি যেতেই পারেন। এটা নিয়ে আমরা একদম চিন্তিত নই।’‌ 
  • Link to this news (আজকাল)