• Weather: ‌নেই কোনও সুখবর, দক্ষিণবঙ্গে রবিবার অবধি গরমের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে চলবে তাপপ্রবাহ ...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য কোনও সুখবর নেই হাওয়া অফিসের কাছে। গরমের দাপটের সঙ্গে চলবে তাপপ্রবাহ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। ফলে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়তে পারে। মঙ্গলবার রাজ্যের অন্তত ১৪টি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়ায়। তবে স্বস্তির খবর উত্তরবঙ্গবাসীর জন্য। মালদা, দুই দিনাজপুর জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (‌আইএমডি)‌ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে আগামী চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে শনিবার ২০শে এপ্রিল অবধি এবং অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও পুদুচেরীতে বৃহস্পতিবার অবধি তাপপ্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কর্নাটক, কেরালা ও গুজরাটে বৃহস্পতিবার এবং পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরী ও অন্ধ্রপ্রদেশে আগামী চারদিন শুষ্ক ও অস্বস্তিকর গরম চলবে। অন্যদিকে, উত্তর–পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় ঝড়–বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। গোয়া, মহারাষ্ট্র ও গুজরাটের কিছু এলাকায় আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে বজ্র–বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজকাল)