• ‌রামনবমী উপলক্ষ্যে রাজ্যের একাধিক জায়গায় শোভাযাত্রা বের করল বিজেপি, পিছিয়ে নেই তৃণমূলও...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রামনবমী উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করেছে বিজেপি। পিছিয়ে নেই তৃণমূলও। সিউড়িতে এদিন রামনবমী উপলক্ষ্যে তৃণমূল দুটি মিছিল বের করে। যার একটি মিছিলে ছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। যিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘‌রাম কারও পৈতৃক সম্পত্তি নয়।’‌ এদিকে, বুধবার সকালে মধ্য হাওড়ায় শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর একটি শোভাযাত্রা বার হয়। শোভাযাত্রার একেবারে সামনে ছিলেন হাওড়া সদর লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অনেকের হাতেই খোলা তরোয়াল দেখতে পাওয়া যায়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মিছিলে অস্ত্র প্রদর্শন করা যাবে না। এই প্রসঙ্গে বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য বলেন, ‘‌এটা প্রতীকী।’‌ সেন্ট্রাল অ্যাভিনিউয়েও মিছিল বের করে বিজেপি। মিছিলে ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রামমন্দিরেও যান। অন্যদিকে, লিলুয়ার মহাবীর চক থেকে শোভাযাত্রা বার করে তৃণমূল। সেই মিছিলে ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাশ মিশ্র–সহ অন্যান্য নেতা–কর্মী। প্রসূনের সমর্থনে মিছিলে পা মেলান যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও। এদিকে, রামরাজাতলায় রামমন্দিরেও পালিত হচ্ছে রামনবমী। মন্দিরে ভোর থেকেই পুণ্যার্থীদের ভিড়। পুজো দিতেও লম্বা লাইন। সব জায়গাতেই রয়েছে পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনী। জানা গেছে, রামনবমী উপলক্ষ্যে ৫০ টার বেশি মিছিল আছে শহরে। প্রশাসন সূত্রে খবর, বড় মিছিল ৩ থেকে ৪ টি রয়েছে।
  • Link to this news (আজকাল)