• রাজ্যের দেওয়া তালিকা থেকেই ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের...
    আজকাল | ১৭ এপ্রিল ২০২৪
  • আবু হায়াত বিশ্বাস, দিল্লি: মেয়াদ ফুরিয়ে যাওয়া ৬ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গের উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চে উপাচার্য নিয়োগ মামলার শুনানি ছিল। সর্বোচ্চ আদালত বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো তালিকা থেকে অবিলম্বে ৬ জন উপাচার্যকে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টে এদিন রাজ্যপাল তথা আচার্যের হয়ে আদালতের সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি। মেয়াদ শেষ হওয়া বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের রাজ্যপালের আপত্তি নেই বলে জানান বেঙ্কটরামানি। বাকি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য কে হবেন, তার নতুন তালিকা আচার্যের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই তালিকা থেকে অন্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আদালত জানিয়েছে।রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে গত বছর থেকেই রাজ্য-রাজ্যপাল ‘দ্বন্দ্ব’ চলছিল। রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই একতরফা অস্থায়ী নিয়োগ করা হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মামলা গড়ায় আদালতে। এদিন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে চলমান সঙ্ঘাতের সৌহার্দ্যপূর্ণ সমধানের বিশয়ে আশাবাদী আদালত। দুই বিচারপতির বেঞ্চ বলেছে, রাজ্য সরকারের অধীনে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাইয়ে শর্ট লিস্ট তৈরির জন্য পরবর্তীতে একটি অনুসন্ধান কমিটি (‌‌সার্চ কমিটি)‌‌ গঠনের বিষয়ে বিচারবিবেচনা করা যেতে পারে। আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ এপ্রিল।রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৭টিতে গত বছর অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। সেই উপাচার্যদের কার্যকালের মেয়াদ ছ’মাস পেরিয়ে যাওয়ার পরে, প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলায় এদিন শুনানি হয়। এর আগে শীর্ষ আদালত একাধিকবার বলেছিল, আলোচনার টেবিলে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এমনকি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানিকে দায়িত্ব দেয় রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সমঝোতার ভিত্তিতে স্থায়ী উপাচার্য নিয়োগের ‘সার্চ কমিটি’ গড়ার জন্য।
  • Link to this news (আজকাল)