• আবার বিপুল টাকার পাহাড়, ফ্ল্যাটের আলমারি খুলতেই থরে থরে সাজানো নোট!
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের উদ্ধার টাকার পাহাড়। কর্নাটকের ধারওয়াড় আবাসন থেকে উদ্ধার টাকা। ফ্ল্যাটের আলমারি খুলতেই দেখা যায়, থরে থরে সাজানো নোট। কর্নাটকের ধারওয়াড়ে নারায়ণপুরায় এক আবাসনে তল্লাশি চালায় আয়কর দফতর। আয়কর দফতরের আধিকারিকরা ৩০৩ নম্বর অর্না রেসিডেন্সিতে তল্লাশি চালায়। গোপন সূত্রে পাওয়া খবরের অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর সময় আলমারি খুলতেই দেখা যায়, আলমারিতে কোনও মদের বোতন নয়, বরং থরে থরে সাজানো রয়েছে টাকা। 

    আয়কর আধিকারিকদের মতে যার পরিমাণ ১৮ কোটির কাছাকাছি। ফ্ল্যাটটি বাসবরাজ দত্তানাভারের বলে জানা গিয়েছে। পেশায় অ্যাকাউনট্যান্ট তিনি। মনে করা হচ্ছে, ভোটারদের মধ্যে এই টাকা বিতরণ করার জন্য-ই ওভাবে গচ্ছিত করা হয়েছিল। ডিসিপি জানিয়েছেন, টাকার গণনা এখনও চলছে। টাকা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। 
  • Link to this news (২৪ ঘন্টা)