• বিজ্ঞান এবং ঐতিহ্যের মেলবন্ধন, রামনবমীতে রামলালার সূর্যতিলক...
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আজ ১৭ এপ্রিল রামনবমী, সারা বিশ্ব জুড়ে রাম ভক্তরা পালন করবে এই দিন। অযোধ্যার রাম মন্দিরে এটিই হবে রাম লালার প্রথম রামনবমী। এই বিশেষ অনুষ্ঠানে, বিশেষ কিছু ঘটতে চলেছে রাম মন্দিরে। সূর্য অভিষেক বা সূর্য তিলক নামে পরিচিত একটি আচারে দেবতার কপালে চুম্বন করবে স্বয়ং সূর্য দেব।

    আচারের সময়, সূর্যের রশ্মি সূর্য তিলক হিসাবে রাম লালার কপালে নিবদ্ধ হবে। এটি তাৎপর্যপূর্ণ কারণ ভগবান রাম ইশ্বকু বংশের, যাকে সূর্যের বংশধর বা সূর্যবংশী বলে বিশ্বাস করা হয়।

    এই বিশেষ কাজ করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকি, (IIT-R) এর বিজ্ঞানীরা সূর্য তিলক মেকানিজম ডিজাইন করার জন্য নিযুক্ত ছিলেন।
  • Link to this news (২৪ ঘন্টা)