• নীল-সাদা রঙে টালা ট্যাঙ্ককে দেখলে চেনা দায়! জলের বিশুদ্ধতা বজায়ে বিশেষ ব্যবস্থা...
    ২৪ ঘন্টা | ১৭ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্কের গায়ে লাগল নতুন রঙের প্রলেপ। ১১৩ বছর বয়সে নীল-সাদা রঙে নবরূপে টালা ট্যাঙ্ক। নীল-সাদা রঙের বরফি নকশায় সেজে ওঠা ১০০ বর্গমিটার আয়তনের এই জলাধারকে এখন দেখলে চেনা দায়। প্রায় ১ লাখ ৪০ হাজার লিটার রং লেগেছে এই টালা ট্যাঙ্ককে রঙিন করে তুলতে। আর এই রঙে রয়েছে বৈশিষ্ট্য। বিশেষ এক ধরনের রং ব্যবহার করা হয়েছে টালা ট্যাঙ্ককে সাজিয়ে তুলতে।বিশ্বের বৃহত্তম ওভারহেড জলের ট্যাঙ্ক এই টালা ট্যাঙ্ক। পানীয় জলের বিশুদ্ধতা ও জলাধারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে টালা ট্যাঙ্কে এক ধরনের বিশেষ রঙের পোচ দেওয়া হয়েছে। টালা ট্যাঙ্কের বাইরের দেওয়ালে যে রং দেওয়া হয়েছে, তা অতিবেগুনি রশ্মি নিরোধক। আর ভিতরের রং মরচে নিরোধক। মানে মরচে পড়বে না। একইসঙ্গে যে রং ব্যবহার করা হয়েছে, তার পুরোটাই সীসাহীন।হাওড়া ব্রিজের পর আবার টালা ট্যাঙ্ক সীসাহীন রঙে রং করা হল। তবে এবার রং লেগেছে কয়েক গুণ বেশি পরিমাণ। কয়েক বছর ধরে ধাপে ধাপে সংস্কার করা হয় টালা ট্যাঙ্ক। প্রসঙ্গত, আগেই রাজ্য সরকারের বিভিন্ন অফিস বা শহরের রাস্তায় নীল-সাদা রঙের সঙ্গে পরিচিত হয়ে উঠেছে চোখ। এবার সেই তালিকায় নয়া সংযোজন এই টালা ট্যাঙ্ক। 
  • Link to this news (২৪ ঘন্টা)