• 'BPL তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে ১০টি গ্যাস সিলিন্ডার', তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে 'দিদির শপথ'
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। এদিন অমিত মিত্র, ডেরেক ও'ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই অমিত মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন প্রসঙ্গ আলাদা করে উল্লেখ করেন। 'ইচ্ছাকৃত বঞ্চনা', 'মানুষকে অসম্মান করার মনোভাব', ‘বিরোধীদের কণ্ঠ রোধ’ প্রসঙ্গ উল্লেখ করে BJP-র বিরুদ্ধে বার্তা মমতার।এদিন অমিত মিত্র বলেন, 'তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্র এই সমস্ত প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।' এদিন ‘দিদির শপথ’ উল্লেখ করেন অমিত মিত্র।

    বর্ধিত আয়, শ্রমিকের সহায়

    সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কাজ প্রদান করা হবে। তাঁরা দেশজুড়ে ন্যূনতম ৪০০ টাকা দৈনিক মজুরি পাবেন।

    দেশজুড়ে বাড়ি, হবে সবারই

    দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে। প্রত্যেককে নিরাপদ এবং পাকা বাড়ি প্রদান করা হবে।

    জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে

    প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে যাতে তাঁরা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে। পরিবেশ বান্ধব এই উদ্যোগ বলে উল্লেখ করা হয়েছে।

    অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন

    সমস্ত রেশন কার্ড হোল্ডারকে ৫ কেজি রেশন।

    আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার

    উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে প্রান্তীক পড়ুয়াদের কথা ভেবে। বার্ধক্যভাতা বাড়িয়ে বার্ষিক ১২০০০ টাকা করা হবে।

    বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্নদাতার

    এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ইস্তেহারেও গোটা দেশে মহিলাদের হাতে মাসিক অর্থ তুলে দেওয়ার কথা বলা হয়েছে। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে একাধিকবার নরেন্দ্র মোদীকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়েও সরব হয়েছিলেন তিনি। এবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে দেওয়া হল বড় চমক।

    স্বল্প মূল্যে পেট্রপণ্য, ভারতবর্ষের সকলে ধন্য

    পেট্রল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয় মূল্যে সীমাবদ্ধ করা হবে। দামের ওঠা নামা পরিচালনা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড করা হবে।

    নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুব শক্তির গর্জন

    ২৫ বছর পর্যন্ত সমস্ত স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের তাঁদের দক্ষতা এবং কর্মস্থান বাড়াতে ১ বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষন প্রদান করা হবে। শিক্ষানবিশদের একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে।

    উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ১০ লাখ পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে।

    স্বচ্ছ আইন, স্বাধীন ভারত

    ধোঁয়াশাযুক্ত CAA বিলুপ্ত করা হবে এবং NRC বন্ধ করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি ভারতজুড়ে লাগু করা হবে না।

    এগিয়ে বাংলা, এগোবে ভারত

    ভারতের কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য একহাজার টাকা এবং এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে মহিলাদের আর্থিক সাহায্য করা হবে।
  • Link to this news (এই সময়)