• Richest Candidates Of Lok Sabha : ৭১৬ কোটির মালিক কংগ্রেসের নকুল নাথ, প্রথম পর্বের ধনীতম প্রার্থী কারা?
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • ১৮তম লোকসভা নির্বাচনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী শুক্রবার, ১৯ এপ্রিল প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে একনজরে দেখে নিন এই দফার নির্বাচনে পাঁচজন ধনীতম প্রার্থীদের তালিকা।প্রথম দফা ভোটে কোন কোন কেন্দ্রে নির্বাচন?২১টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে ভোট হবে প্রথম দফায়। কোনও কোনও রাজ্যের সমস্ত আসনেই ভোটগ্রহণ হবে আবার কোনও রাজ্যে আংশিক। তালিকায় রয়েছে বিহার, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের নানা আসন। ভোট রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রেও। আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পুদুচেরীতেও ভোট রয়েছে ১৯ এপ্রিল।

    প্রথম পর্বের ভোটে ধনী প্রার্থী কারা?মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ এখনও পর্যন্ত ২০২৪ লোকসভা নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থী। তিনি ছিন্দওয়ারা আসন থেকে দাঁড়িয়েছেন। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের (ADR) তথ্য অনুযায়ী, নকুল নাথ জমা করা হলফনামায় জানিয়েছেন, তাঁর মোট সম্পক্তির পরিমাণ ৭১৬ কোটি টাকা। ১৯৫২ সাল থেকে ছিন্দওয়ারা কংগ্রেসের কব্জায়। ২০১৯ সালে কমল নাথের বদলে পুত্র নকুল এই কেন্দ্র থেকে দাঁড়ান।

    নকুল নাথের পাশাপাশি AIADMK-র এরোদের প্রার্থী অশোক কুমার, শিবগঙ্গার BJP প্রার্থী দেবনাথন যাদব টি-ও ধনীতম প্রার্থীদের তালিকায় রয়েছেন। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৬৬২ কোটি এবং ৩০৪ কোটি টাকা।

    প্রার্থীদলকেন্দ্রসম্পত্তির পরিমাণনকুল নাথকংগ্রেসছিন্দওয়ারা৭১৬ কোটিঅশোক কুমারAIADMKএরোদ৬৬০ কোটিদেবনাথন যাদবBJPশিবগঙ্গা৩০৪ কোটিমালা রাজ্যলক্ষ্মী শাহBJPতেহরি গারওয়াল২০৬ কোটিমজিদ আলিBSPশাহারানপুর১৫৯ কোটিপ্রথম দফার প্রার্থীদের মধ্যে নজর কেড়েছেন এক প্রার্থী। যার মোট সম্পত্তির পরিমাণ মোটে ৩২০ টাকা। তিনিই এখনও পর্যন্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সবচেয়ে দরিদ্র প্রার্থী। তামিলনাড়ুর থুথুক্কুডি আসন থেকে লোকসভা ভোটে লড়ছেন নির্দল প্রার্থী পোনরাজ কে। এবারের লোকসভা নির্বাচনের প্রথম পর্বে যে সকল প্রার্থীরা মনোনয়ন জমা করেছেন, তার মধ্যে এই প্রার্থীর সম্পত্তির পরিমাণই সবচেয়ে কম। সবচেয়ে দরিদ্র প্রার্থীদের তালিকায় উল্লেখযোগ্য মহারাষ্ট্রের রামটেক লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক গেন্দলাজি ডোকে। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ৫০০ টাকা। তিনিও একজন নির্দল প্রার্থী।
  • Link to this news (এই সময়)