• বাম কংগ্রেস মঞ্চে থাকলে যাব কী করে, ব্যাখ্যা মমতার
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • এই সময়: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের মেগা সভায় আমন্ত্রিত হলেও হাজির হননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে প্রতিনিধি পাঠিয়েছিলেন। কেন তিনি সেখানে ছিলেন না, মঙ্গলবার তার ব্যাখ্যা দিলেন মমতা।একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বলেন, 'আগামী ২১ এপ্রিল ঝাড়খণ্ডে প্রোগ্রাম রয়েছে। আমাকে হেমন্তর স্ত্রী কল্পনা সোরেন ফোন করেছিলেন। আমি দু'জনকে পাঠাচ্ছি। আমাকে যেহেতু কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, তাই এক মঞ্চে আমি কী করে থাকব বলুন? আমি এখানে লড়াই করব, ওখানে একসঙ্গে প্রোগ্রাম করব এটা দ্বিচারিতা হবে না কি?'

    তবে তাঁর বক্তব্য, দিল্লিতে 'ইন্ডিয়া' জোটের বিকল্প সরকার গড়ে উঠলে নীতি নির্ধারণে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করবেন তাঁরা। সাক্ষাৎকারে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন হলে একটি ছোট্ট পার্ট প্লে করবে, যাতে সরকার শক্তিশালী হয়। যাতে মানুষের কাজ হয়। স্থায়ী সরকার হয়। সরকারের নীতি নির্ধারণে আমার একটা ভূমিকা থাকবে।'

    পশ্চিমবঙ্গে যেহেতু এখন বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেসের বিরুদ্ধেও তৃণমূল ভোটে লড়াই করছে, তাই সিপিএম-কংগ্রেস নেতাদের সঙ্গে একমঞ্চে যাচ্ছেন না বলে জানিয়েছেন মমতা। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বামেদের দুষেছেন মমতা। সর্বভারতীয় স্তরের মতো পশ্চিমবঙ্গেও 'ইন্ডিয়া' জোট গঠিত না হওয়ার জন্য আলিমুদ্দিন স্ট্রিটকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

    তাঁর কথায়, 'এখানে জোট হয়নি। কারণ, কংগ্রেস ও সিপিএম দায়ী। সিপিএমের নিজের স্বার্থ রয়েছে। সিপিএম চায় না, আমি কোনও ভালো কাজ দায়িত্ব নিয়ে করি। ওদের ঈর্ষা চিরকাল আমার উপরে রয়েছে। সিপিএম হচ্ছে কংগ্রেসের মুখপাত্র। এটা আমি প্রত্যেকটি মিটিংয়ে লক্ষ্য করি।'

    এ দিকে এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পড়ে শুনিয়েছেন আপ-সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, জেল থেকে বার্তা পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, 'আমার নাম অরবিন্দ কেজরিওয়াল। আমি সন্ত্রাসবাদী নই।' সঞ্জয়ের আরও অভিযোগ, কেজরিওয়ালের মনোবল ভেঙে দেওয়ার সব চেষ্টা চালানো হচ্ছে। ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল।

    আবগারি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছেন। আগেই সঞ্জয় অভিযোগ করেছিলেন, কেজরির সঙ্গে একজন সন্ত্রাসবাদীর মতো আচরণ করা হচ্ছে জেলে। কেজরিওয়ালের এ দিনের বার্তার পরিপ্রেক্ষিতে খোঁচা দেয় বিজেপি।
  • Link to this news (এই সময়)