• Lok Sabha Election 2024: 'আমূল বেবিদের না দেখে কাজিরাঙায় গণ্ডার দেখুন!' রাহুল-প্রিয়াঙ্কাকে তীব্র কটাক্ষ হিমন্তর
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোটের পর্ মিটলেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বললেও বিরোধীরা যাদি তা নিয়ে অভিযোগ তোলে তাহলে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছেন গত সপ্তাহে। অসমের সেই বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাএবার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে বললেন আমূল বেবি।প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের প্রচারে মঙ্গলবার অসমে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। জোড়হাটের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের সমর্থনে রোড শো করেন। বিরোদীদের অভিযোগ, প্রিয়াঙ্কার সেইরোড শোতে বিপুল জনসমাগম ভালো ভাবে নিতে পারেনি বিজেপি আর সেই আক্রোশেই রাহুল প্রিয়াঙ্কাকে আমূল বেবি সম্বোধন করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    বুধবার হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘অসমের মানুষ কেন গান্ধী পরিবারের আমূল বেবিদের দেখতে যাবেন? ওঁরা আমূলের প্রচারের জন্য উপযুক্ত। ওঁদের দেখতে না গিয়ে বরং কাজিরাঙায় গিয়ে গণ্ডার, বাঘ দেখুন।’

    গত জানুয়ারিতে রাহুলের ভারতো জোড়ো ন্যায় যাত্রার সময়ও ধারাবাহিকভাবে প্ররোচনামূলক ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল হিমন্তের বিরুদ্ধে। গুয়াহাটিতে কংগ্রেসের যাত্রা চলাকালীন হামলাও হয়েছিল। এর পরে রাহুল সহ কংগ্রেস নেতাদেরবিরুদ্ধে মামলা দায়ের করেছিল হিমন্তের পুলিশ। সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধীকে ‘সাদ্দাম হুসেন’, কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ‘টিপু সুলতানের বংশধর’ বলেছিলেন হিমন্ত।

    হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা তা কার্যত উড়িয়ে দিয়ে বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু নয়...আমি যতদূর জানি সেখানে প্রায় ২০০০-৩০০০ মানুষ উপস্থিত হয়েছিলেন।’ নিজের নির্বাচনী জমায়েতের কথা বলেন তিনি।

    জোড়হাট আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের হয়ে ভোট প্রচার করার পাশাপাশি এদিন বিহু উদাযাপন করেন প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি অসমের জনতাকে বিহুর জন্য শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনর সংস্কৃতি এবং ঐতিহ্যকে আক্রমণ করছে এমন সরকারকে আপসারণ করার এবং এমন একটি সরকার আনতে যা আপনার সংস্কৃতিকে রক্ষা করবে, আপনার সন্তানদের কর্মসংস্থান দেবে এবং নারী, আদিবাসী, অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘু, দলিতদের শক্তিশালী করবে।’

    কংগ্রেস নেতাদের আক্রমণ করে হিমন্ত বিশ্বশর্মা আরও একটি পোস্ট করেন। তিনি শিবসাগরে ঈদ উপলক্ষ্যে নামাজ পড়ার জন্য গৌরব গগৈয়ের কড়া সমলোচনা করেছিলেন।

    প্রা প্রতিষ্ঠার দিন গৌরব গগৈ আইন ভঙ্গ করেছিলেন এং রাহুল গান্ধীর সঙ্গে নগাঁওয়ের রাস্তায় প্রতিবাদ করেছিলেন। তিনি বলেন, ঈদের প্রতি শ্রদ্ধা, রাম মন্দিরের প্রতিও একই রকম শ্রদ্ধা থাকা উচিত।
  • Link to this news (এই সময়)