Heatwave : অসহ্য গরম থেকে মুক্তি কবে? জানুন বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস
এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
বৈশাখের শুরুতেই আবহাওয়া তার নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। সমতলভাগে প্রখর গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। সঙ্গে ভয়ংকর তাপপ্রবাহ চলছে দেশের বেশিরভাগ সমতলভূমিতে। এপ্রিলের মাঝামাঝি গরমে নাজেহাল হচ্ছে দেশবাসী।ভয়ংকর গরমের পূর্বাভাসখুব শীঘ্র যে এই দুর্বিসহ গরম থেকে রেহাই মিলছে না, তা কার্যত স্পষ্ট মৌসম ভবনের পূর্বাভাসেই। আগামী কয়েকদিন আরও ভয়ংকর গরম এবং নাগাড়ে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে IMD। আবহাওয়ার আপডেট বলছে, গোয়া, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা সহ মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন লু বইবে। দিল্লি এবং NCR এলাকাতেও তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিন তেলঙ্গানা, কর্নাটক এবং তামিলনাড়ুতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই লু বইবার সম্ভাবনা রয়েছে। কেরালা এবং পুদুচেরীতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। চলতি সপ্তাহেই দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে বলে জানিয়েছে IMD।
এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সেভাবে গরম থেকে স্বস্তি মেলার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই মাসে দক্ষিণ পারাদ্বীপীয়, মধ্য ভারত, পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতের সমতলভাগে লাগাতার হিটওয়েভ চলবে। আর এই অসহনীয় গরম থেকে রেহাই মিলবে কবে? এই প্রশ্নই এখন সকলের মনে।
স্বস্তির বৃষ্টি কবে?IMD-র তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে দিল্লি-NCR এলাকায় প্রচণ্ড গরমের পূর্বাভাস রয়েছে। দিল্লি এবং তার আশপাশের এলাকায় ঝলসে দেওয়ার মতো লু বইবার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লির বাসিন্দাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল IMD। জানা গিয়েছে, আগামী ১৮ থেকে ২১ এপ্রিলের মধ্যে রাজধানী শহরের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যা কিছুটা হলেও স্বস্তি দেবে দিল্লিবাসীকে।
স্কাইমেট ওয়েদার সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত উত্তর প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম হিমালয়ের পাদদেশীয় এলাকা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত হবে। উত্তর প্রদেশ এবং রাজস্থানে ১৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এ ছাড়াও দিল্লি এবং হরিয়ানাতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।