কাঙ্গনা রানাউতের সমালোচনার জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি লোকসবা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন কঙ্গনা রানাউত। প্রায়ই এই বিজেপি প্রার্থীর মুখে শোনা গেছে কংগ্রেস দল এবং অতীতের কংগ্রেস প্রশাসনের সমালোচনা করতে।বুধবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতের সমালোচনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদমাধ্যমকে তিনি রানাউতের বিবৃতিগুলিকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেন। এমনকি তাঁর সমালোচনার প্রতিক্রিয়া দেওয়ারও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিন কঙ্গনা সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদের সম্পর্কে কথা বলেছেন। কিন্তু আপনি কি চান যে আমি তার প্রতিটি বাজে কথার জবাব দিই?’
কঙ্গনার সমালোচনার জবাব না দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেচেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের দ্বারা সনাতন ধর্মের উপর কোনও রকম ক্রমণের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। প্রিয়াঙ্কা এদিন বলেন, ‘আমরা সত্তার পূজো করি না, তবে আমরা শক্তির পুজো করি।’ বিজেপি সরকার সত্যের পথ অনুসরণ করছে না বলে অভিযোগ করে।
অভিনেতা তথা রাজনীতিবিদ এবং মান্ডি লোকসভা আসনের বিজেপি প্রার্থী কহ্গনা রানাউত রবিবার অভিযোগ করেছেন যে কংগ্রেস দল মহিলাদের অসম্মান করেছে। একইসঙ্গে তিনি বলেন যে বিজেপির কোনও নেতা কখনও এমন আচরণে জড়িত ছিলেন না। তিনি আরও দাবি করেন যে কংগ্রেস ভারতীয় সংবিধানের স্থপতি বি আর আম্বেদকর, সুবাষ চন্দ্র বসু, সাভারকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতো দেশ প্রেমিকদের সম্মান করতে ব্যার্থ হয়েছে।
কঙ্গনা আরও বলেন যে, ‘কংগ্রেস নেতাদের মানসিকতা এমন যে তারা আমাকে, বিজেপি সাংসদ হেমা মালিনী, জয়াপ্রদা এবং অন্যান্য মহিলাদেরকে তদের বয়স বা বৈবাহিক অবস্থা নির্বিশেষে অপমান করে। আমরা আশ্চর্য হই যে তারা কতটা নীচে নত হতে পারে।’ একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই কথা বলেছিলেন কঙ্গনা রানাউত।
তবে এই প্রতম নয়, এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপ্রীতি বজায় রাকার অভিযোগ করেন কঙ্গনা। বলাই বাহুল্য এই মন্তব্য ছিল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে লক্ষ্য করে।
তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন, ‘কংগ্রেস সবসময়ই আমার জন্য একি ভয়ঙ্কর দল ছিল। পার্টিতে স্বজনপ্রীতি আমার জন্য অত্যন্ত সমস্যাযুক্ত কারণ আমি আমার শিল্পে একই জিনিসের লক্ষ্য ছিলাম। আমি প্রকাশ্যে এর নিন্দা করেছিলাম। আমি এর বিরুদ্ধে লড়াই করেছি যা আমাকে শোষণ করেছিল....স্বজনপ্রীতি, গোষ্ঠীবাদ, বংশবাদী রাজনীতি, আমি এই দলটিকে ঘৃণা করি।’