উত্তরাখণ্ডের চারধাম যাত্রার শুরু হয় বদ্রীনাথ দিয়ে। তারপর কেদরধাম, গঙ্গোত্রী ধামের যাত্রা দিয়ে আচার অনুষ্ঠানের শুরু করেন তীর্থযাত্রীরা। এবার তীর্থযাত্রীদের জন্য চারধামের যাত্রা আরও মসৃণ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর তারজন্য শুরু হয়েছে অনলাইনেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। এবার ভক্তদের মনের ইচ্ছে মতো পুজো দেওয়ার জন্যও শুরু হয়েছে অনলাইনেই পুজোর বুকিং। শুধুমত্র পুজোই নয়, মন খুলে দানও করা যাবে অনলাইনেই।প্রত্যেক দিনই কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধামে ভিড় জমান হাজার হাজার তীর্থযাত্রী। অনেকে আবার চারধামের পুজোই শুরু করেন এই দুই মন্দিরে পুজো দিয়ে।
কেদারনাথ ও বদ্রীনাথ অনলাইন পুজোর বুকিং-ব্যবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর পায়ে হেঁটে মন্দির পর্যন্ত পৌঁছনোর দরকার নেই। নিজেদের ইচ্ছে মতোই পুজো দিতে পারবেন অনলাইন বুকিং করেই। ভক্তরা এখন ন্যায্য মূল্যে পূজো, ভোগ, পাঠ, আরতির জন্য অগ্রিম অনলাইন বুকিং করতে পারবেন। এই চারধাম মন্দিরগুলিতে বিভিন্ন ধরণের পুজোপাঠ, আরতি এবং ভোগ পরিষেবা পাওয়া যায়। তীর্থযাত্রীরা পুজো পাঠের সময় শারীরিকভাবে উপলব্ধ হওয়ার জন্য তাদের স্লটগুলি অনলাইনে বুক করতে পারে। আবার তারা মন্দিরের পক্ষ থেকে করা অনলাইন পুজোর স্লটও বুক করতে পারে।
কীভাবে অনলাইনে কেদারনাথ-বদ্রীনাথের পুজো বুক করবেন-কেদারনাথ এবং বদ্রীনাথের মন্দিরে পুজো অর্চনার জন্য অনলাইনে অগ্রিম বুকিং খুবই সহজ প্রক্রিয়ায় করা যাবে। এই দুই মন্দিরে ভক্তরা পুজো, ভোগ, আরতি, পাঠ বুক করার জন্য কয়েকটি পদক্ষেপ অনুসরণ করলেই হয়ে যাবে। মন্দির কর্তৃপক্ষের দ্বারা তীর্থযাত্রীদের জন্য আয়োজন করা হয় এমন স্লট বুক করতে পারবেন তীর্থযাত্রীরা। নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে তাদের আলাদা টাকা দিতে হবে।
অনলাইন বুকিং প্রক্রিয়া-প্রথমে ওয়েবসাইটে যেতে হবে।তারপর ওয়েবসাইটে লগইন করতে হবে।পুজো/আরতি/পাঠ/ভোগ নির্বাচন করতে হবে।নিজের সমস্ত বিবরণ নথিভুক্ত করতে হবে।তারপর অনলাইন পেমেন্ট করতে হবেঅনলাইন পুজোর হার কত?
কেদারনাথ এবং বদ্রীনাথে অনেক ধরণের পুজো হয়। মন্দিরে অনলাইন পুজো এবং অগ্রিমপুজোরস্লটের জন্য আলাদা আলাদা রেট রয়েছে। মূলত ৫১ হাজার টাকা থেকে ২০১ টাকা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে পুজোর ব্যবস্থা আছে।
উত্তরাখণ্ডে চারধাম যাত্রার জন্য তীর্থযাত্রীদের অনলাইন নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। মন্দির কমিটির চিফ এক্সিকিউটিভ অফিসার যোগেন্দ্র সিং জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে অনলাইন পুজোর বুকিং শুরু হয়েছে। বুকিং করা যাবে ৩০ জুন পর্যন্ত।