• মাঝআকাশে আইপ্যাডে চোখ! বিমানে জুতো খুলে রামলালার সূর্যতিলক দেখলেন মোদী, দেখুন ভিডিয়ো
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৪
  • অসমের নির্বাচনী জনসভার মাঝে নিজের বক্তব্য থামালেন নরেন্দ্র মোদী। আচমকাই রামলালার নামে জয়ধ্বনী দিয়ে বলেন উঠলেন, 'জয় শ্রীরাম'। সকলকে রামলালার সূর্যতিলক অনুষ্ঠানের সময় সম্মান জানানোর জন্য মোবাইলের আলো জ্বেলে হাত উপরে তুলতে বলেন। নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন তিনি।বুধবার রামনবমীর দিন অসমের নলবাড়িতে নির্বাচনী জনসভা ছিল নরেন্দ্র মোদীর। সেখানে লোকসভা ভোটের প্রচারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। ঠিক সময় খবর মেলে রাম মন্দিরে রামলালার সূর্যতিলক হয়েছে। বক্তব্য মাঝপথে থামিয়ে দিলেন মোদী। বলে উঠলেন, 'জয় শ্রীরাম'। সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী সম্মান প্রদর্শনের জন্য নিজেদের মোবাইলের টর্চ জ্বেলে হাত তোলার আর্জি জানালেন। সভাস্থলে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ সকলেই মোদীর নির্দেশ অনুসরণ করেন। নরেন্দ্র মোদী বলেন, '৫০০ বছর পর ঘরে ফিরেছেন ভগবান রাম। আমাদের সকলের উচিত সম্মান জানানো। নিজের বাড়িতে ৫০০ বছর পর নিজের জন্মদিন পালন করছেন রামলালা।'

    অসমের নলবাড়িতে জনসভার পর আকাশপথে রামলালার সূর্যতিলকের মুহূর্তের ভিডিয়ো দেখলেন প্রধানমন্ত্রী। বিমানে বসে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেন নরেন্দ্র মোদী লেখেন, 'নলবাড়ির বৈঠকের পর অভূতপূর্ব এবং অতুলনীয় মুহূর্তের সাক্ষী থাকতে পারলাম। সকলে রাম মন্দিরের এই বিস্ময়কর মূহুর্তের জন্য অপেক্ষা করেছিলেন। এটা একটা দৈবিক মুহূর্ত। উন্নত ভারতের জন্য আমরা যা যা অঙ্গীকার করেছি সবকিছুর জন্য শক্তি মিলবে এই সূর্যতিলকের পুণ্য মুহূর্তের মধ্যে দিয়ে।'

    নির্বাচনী প্রচারের কারণে এবার অযোধ্যায় গিয়ে সূর্যাভিষেক নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা সেরে বিমানে উঠেই নিজের আইপ্যাড খুলে বসেন। আইপ্যাডেই রামলালার সূর্যতিলকের অনুষ্ঠান দেখেন। তার আগে পা থেকে খুলে রাখেন জুতো। সূর্যতিলক দেখে চোখ বন্ধ করে প্রণামও করেন। প্রধানমন্ত্রী বলেন, 'কোটি কোটি ভারতীয়ের মতো আমার কাছেও খুবই আবেগের মুহূর্ত ছিল। অযোধ্যায় রামনবমী ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনে শক্তি বয়ে আনুক এবং দেশ ও দেশবাসীর গৌরব ও মর্যাদাকে অন্য উচ্চতায় নিয়ে যাক।'

    গর্ভগৃহে সূর্যের প্রথম কিরণ ঢুকে রামলালার মুখমণ্ডলে পড়ে। তারপর তাঁর কপাল থেকে সূররশ্মি ঠিকরে আলোকিত হয় গর্ভগৃহ। রামনবমীর দুপুরে ঠিক ১২টা বেজে ১৬ মিনিটে সূর্যের আলোর সাহায্য বৈজ্ঞানিক উপায়ে কামাল করে দেখান রুরকির বিজ্ঞানীরা। সূর্যরশ্মির মন্দিরর গায়ে পড়ার সঙ্গে সঙ্গে এই আয়না ও লেন্সে বারবার প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তির কপালে পড়ে।
  • Link to this news (এই সময়)