• লোকসভা ভোটে BJP বাংলায় চমকপ্রদ ফল করবে! পিকের মন্তব্যে 'অতি চালাকি' তত্ত্ব গেরুয়া শিবিরের অন্দরেই!
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • তাঁর 'কৌশল' নিয়ে রাজনীতির অন্দরে বিস্তর চর্চা চলে সবসময়ই। এবার শিরোনামে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী। লোকসভা নির্বাচনে বাংলায় ‘চমকপ্রদ’ ফল করতে পারে গেরুয়া শিবির, পিকের এই মন্তব্য নিয়ে বিস্তর শোরগোল পড়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, 'ওঁর নিশ্চই কিছু একটা ব্যাপার আছে, তাই BJP-কে সমর্থন করছে।'এদিকে PK-র এই ভবিষ্যদ্বাণীর উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না গেরুয়া শিবিরের নেতারাও? প্রশান্ত কিশোর ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, 'রাজ্যে তৃণমূলের থেকে ভালো ফলাফল করবে BJP। বাংলায় বৃহত্তম দল হিসেবে আবির্ভাব হবে গেরুয়া শিবিরের।' প্রশান্ত কিশোরের এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।

    পিকে-র এই ভবিষ্যদ্বাণী নিয়ে ঠিক কী বলছেন BJP নেতারা? এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের নেতা তথাগত রায়-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সাদা চোখে দেখলে প্রশান্ত কিশোর যা বলেছেন এবং জনমত সমীক্ষার যে ফল সামনে এসেছে তা মোটামুটি মিলে যাচ্ছে। আর অন্যভাবে দেখলে এটা প্রশান্ত কিশোরের একটা কায়দা হতে পারে। তিনি হয়তো ভাবতে পারেন এই ধরনের কথা বললে BJP কর্মীরা হাত ছেড়ে বসে যাবেন। যে কোনও একটা হতে পারে। প্রশান্ত কিশোর অত্যন্ত বুদ্ধিমান লোক। দুটোর যে কোনও একটা করতে পারেন।’

    যদিও প্রশান্ত কিশোরের মন্তব্যের মধ্যে কোনও আলাদা করে জটিলতা খুঁজতে চাইছেন না রাহুল সিনহা। তিনি বলেন, ‘আমরা জানি ২৫-এর উপরে ৩০টি আসন পর্যন্ত বিজেপি পেতে পারে। তাই প্রশান্ত কিশোর যে অনুমান করেছে তা নির্ভুল হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা তা আগে থেকেই বলে রেখেছি।’

    তবে তথাগত রায়ের ‘ BJP কর্মীরা হাত ছেড়ে বসে যাবেন’ থিওরিকে তিনি সমর্থন করেননি। বরং বলেছেন, ‘BJP কর্মীরা গা হাত পা ছাড়া হবে প্রশান্ত কিশোরের বক্তব্য শুনে তা হয় কখনও! প্রশান্ত কিশোরের বক্তব্য BJP-র কোনও কার্যকর্তার উপর কোনও প্রভাবই ফেলবে না। সেই কারণে এই নিয়ে আলাদা করে বলার কিছু নেই। মনে হয় ও যা অনুভব করেছেন, তাই বলেছেন। বললেও যা হত, না বললেও তাই হবে।’

    সব মিলিয়ে পিকের মন্তব্য নিয়ে আলাদা করে BJP-র অন্দরেই চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল বাংলায় লোকসভা নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।
  • Link to this news (এই সময়)