Swiss Alps Wedding: আম্বানিদের বিয়েকে হার মানাবে এই আসর, সুইস আল্পসে বসতে চলা রাজকীয় অনুষ্ঠানে চারহাত এক হচ্ছে কাদের?
এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
গুজরাটের জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপনের ছবি, ভিডিয়োয় ছয়লাপ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সেই ছবি, ভিডিয়ো এখনও যথেষ্ট ভাইরাল। সেই রেশ কাটতে না কাটতেই আরও একবার চর্চায় বিয়ের ভিডিয়ো। সুইজাররল্যান্ডের জারমাটে অনুষ্ঠিত এই হিমশীতল বিয়েটা না দেখলে সত্যিই খুব বড় মিস করবেন আপনিও।চলতি সপ্তাহের শুরুতে নববধূ তার প্রিন্সেস ডায়েরিজের নাটকীয় ঘুমের পার্টি থিমযুক্ত ব্রাইডল শাওয়ার করেছিলেন, বিয়েতে উপস্থিত অতিথিরা জানিয়েছেন, এটি অসামান্য বিয়ে হতে চলেছে। আর কোনও কিছুই এটিকে টপকে যেতে পারে না। কিন্তু আম্বানিদের টপকে গিয়েছে আরও একটি বিয়ে। যা কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছে আম্বানিদেরও।
নিজেদের রাজকীয় বিয়ের জন্য রেসার ড্যারেন লেউং এবং তার প্রেমিকা লুসি লিউং গন্তব্য হিসাবে বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের জারমাটকে। বিয়ের প্রস্তাবের জন্য বেছে নেওয়া হয় ২,৭২৭ মিটার উচ্চতাকে।
বিয়ের থিম হিসাবে বেছে নেওয়া হয় একটি বরফ ঢাকা ম্যাটারহর্ণের পটভূমি। চমৎকার ফুল দিয়ে সাজানো হয়েছিল গোটা জায়গাটা। তবে গোটা বিবাহ আসরের মূল আকর্ষণের কেন্দ্রে ছিল স্বয়ং কনে। একটি বরফের কিউবের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায় কনেকে। বিয়ের আসরের যাবতীয় খুঁটিনাটি নিজের সুচারু ক্যামেরাবন্দি করেছে ফোগ্রাফার ডেভিড বাস্তিয়ানোনি। তিনি জানিয়েছেন যে এই বিয়ে কোনও জাদুগরীর থেকে কম কিছু নয়।
বিয়ের সবকিছুই ছিল অতিরিক্ত। দম্পতির একজন পারফরম্যান্স শিল্পী ছিল রাজহাঁসের মতো সাজে। দুজন বিশাল ফুলের স্কার্ট পরা মহিলা ছিলেন বিয়ের মঞ্চের দুধারে। বেহালার মধুর আওয়াজের সঙ্গে সঙ্গে বিয়ের আসরে আসে সুসজ্জিত কনে।
গোা বিয়ের আসরটি ফ্লোরাল ডিজাইনের মাধ্যমে সাজানোর দায়িত্বে ছিল আই অ্যাম ফ্লাোয়ার নামের একটি কোম্পানী। ৪০ দিনেরও কম সময়ে এতোবড় একটি আয়োজন করেছিল কোম্পানিটি। নকশা থেকে শুরু করে কাঠামোর আকার গণনা করা, ফুলের ধরণ এবং রঙ বাছাই করা, ফুলেরসংখ্যা সবকিছুই সবর সঙ্গে সাজুয্য রেখেই করা হয়েছিল।
কাজটি করার সময় তুষার ঝড়, তপষারপাত, খারাপ আবহোয়ার, নেতিবাচক তাপমাত্রা সহ অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল।
তে শুধুমত্র সেলিব্রিটিদের মধ্যেই নয়, ভারতীয় দম্পতিদের মধ্যে তাদের মিলনকে বিলাসবহুল উপায়ে উদযাপন করার উন্মাদনা বাড়ছে। এক ওয়েডিং প্ল্যানিং কোম্পানীর প্রতিষ্ঠাতা জানিয়েছেন, আজকের ভারতীয় বিয়েগুলি কেবল বিয়ে নয়, স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়েছে। নিজেকে অন্যদের থেকে আলাদা করে দেখানোর জন্য আয়োজকের জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই ধরণের বিয়ের জন্য বাজেট পাঁচ কোটি টাকারো বেশি বলে জানিয়েছেন তিনি।