Fact Check : নবরাত্রিতে মাছ খাচ্ছেন স্মৃতি ইরানি? জানুন ভাইরাল ছবির সত্যতা
এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী উভয় শিবিরের নেতা-নেত্রীরা। চলতি বছরও আমেঠি থেকে BJP প্রার্থী স্মৃতি ইরানি। গত ২০১৯ সালের নির্বাচনে তিনি রাহুল গান্ধীকে পরাজিত করেছিলেন। সম্প্রতি তাঁর একটি ছবি কোলাজ ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে এক হাতে মাছ ধরে থাকতে দেখা গিয়েছে। অপর ছবিতে তাঁর হাতে রয়েছে মা দুর্গার ছবি। নবরাত্রি উৎসবের সময় যেখানে খোদ নরেন্দ্র মোদী আমিষ খাবার নিয়ে আপত্তি জানাচ্ছেন, সেখানে প্রচারে বেরিয়ে মাছ খেলেন BJP প্রার্থী? জানুন স্মৃতি ইরানির এই ছবি কোলাজের সত্যতা।কী ভাইরাল হয়েছে?উল্লেখ্য, গত ১২ এপ্রিল লোকসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং RJD সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও তেজস্বীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। শ্রাবন মাস এবং নবরাত্রির সময় তাঁর আমিষ খাবার খাচ্ছেন বলে তীব্র কটাক্ষ করেন নমো।
এরপরই স্মৃতি ইরানির একটি ছবি কোলাজ ভাইরাল হয়েছে। ছবিতে তাঁকে মাছ হাতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যারা এই ছবি শেয়ার করেছেন তাদের দাবি, নবরাত্রির সময় মাছ খেয়েছেন BJP-র আমেঠির প্রার্থী। জনৈক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী স্মৃতি ইরানির এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'নবরাত্রির পবিত্র উৎসবে মাছ হাতে নিয়ে স্মৃতি ইরানি। অন্যদিকে, তাঁর হাতে রয়েছে মা দুর্গার ছবি।'
অনুসন্ধানএই ভাইরাল ছবির তথ্য যাচাই করে নিউজমিটার। তথ্য বলছে, চৈত্র নবরাত্রি শুরু হয়েছে গত ৯ এপ্রিল থেকে। শেষ হচ্ছে ১৭ এপ্রিল অর্থাৎ বুধবার। রিভার্স ইমেজ পদ্ধতি ব্যবহার করে দেখা গিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া আর্কাইভ অনুযায়ী, গত ৬ এপ্রিল স্মৃতি ইরানির এই মাছ হাতে ধরা ছবিটি প্রকাশিত হয়েছিল। BJP-র নর্থ চেন্নাইয়ের প্রার্থী আর সি পল কনগরাজের সমর্থনে সেদিন প্রচারে গিয়েছিলেন স্মৃতি ইরানি। সেখানে তাঁকে মাছটি উপহার হিসেবে দেন BJP-র চেন্নাইয়ের রাজ্য সম্পাদক সতীশকুমার। ৬ এপ্রিল টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রে প্রকাশিত একটি কভার ইমেজ থেকেই ছবিটির সত্যতা জানা যায়। যেখানে ছবির ক্যাপশনে বিষয়টি লেখা ছিল। একই খবর গত ৬ এপ্রিল প্রকাশ করেছিল ইটিভি ভারতও।
পাশাপাশি, স্মৃতি ইরানির মা দুর্গার ছবি হাতে দাঁড়ানো মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে পোস্ট হয়েছে তাঁর এক্স হ্যান্ডেলেও। তিনি নিজে ক্য়াপশনে লিখেছেন নর্থ চেন্নাইয়ে প্রচারের কথা।
সত্যিটা কী?অতএব, নবরাত্রি উৎসবের আগেই স্মৃতি ইরানিকে মাছ হাতে ধরে ছবি তুলতে দেখা যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় BJP প্রার্থীর ছবি পোস্ট করে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো।
(This story was originally published by Newsmeter, and Translated And Edited by Ei Samay Digital as part of the Shakti Collective.)