সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে খুব দ্রুত যুক্ত হতে পারেন। সেখানে অপরিচিত ব্যক্তিদের মধ্যে গড়ে ওঠে যোগাযোগ। দিনভর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার হয়। তার মধ্যে ছবি থেকে ভিডিয়ো, সবই থাকে। তবে অনেক সময় সেগুলির মধ্যে কোনও কোনওটার সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। যেমন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেটিকে মোদীর সাম্প্রতিক ভিডিয়ো বলে দাবি করা হয়। তবে সংবাদ সংস্থা নিউজমোবাইল সেই ভিডিয়োর ফ্যাক্ট চেক করে জানতে পারে, সেটি আসলে ২০১৯ সালের।ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট
ভিডিয়োতে কী দেখা যাচ্ছে?আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সারা দেশজুড়ে চলছে প্রচার কর্মসূচি। তারই মাঝে প্রধামন্ত্রীর একটি জনসভার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়, যেখানে 'মোদী মোদী' স্লোগান শোনা যায়। ভিডিয়োতে দাবি করা হয়, সেটি জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক জনসভার ক্লিপিং। নিউজমোবাইল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করে এবং সেটির আসল সত্য জানা যায়।
কী ভাবে জানা গেল আসল তথ্য?InVid টুল ব্যবহার করে ভিডিয়ো কি ফ্রেমগুলি বের করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিউজমোবাইল টিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইটের narendramodi.com-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (@narendramodi_in) ২০১৯ সালের ৩ এপ্রিল তারিখে একই ভিডিয়ো খুঁজে পায়। সেই পোস্টে জানান হয় যে ভিডিয়োটি কলকাতায় প্রধানমন্ত্রী মোদীর জনসভার। উভয় ভিডিয়োর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের পরে, নিউজমোবাইল টিমের কাছে এটি স্পষ্ট হয় যে, সেই দু'টি ভিডিয়ো আদতে একই।
এছাড়াও এই বিষয়ে অনুসন্ধানের সময় আরও কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট উঠে আসে নিউজমোবাইলের হাতে, যেগুলিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদী ২০১৯ সালের ৩ এপ্রিল কলকাতায় একটি সভা করেছিলেন৷ এছাড়া বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রধানমন্ত্রী মোদীর সেই সভার ভিডিয়ো পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল জলপাইগুড়িতে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী। সেই সমস্ত কিছু পরীক্ষা করেই নিউজমোবাইল টিম এই সিদ্ধান্তে উপনীত হয় যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি আসলে ২০১৯ সালের।