• Alipurduar Lok-Sabha Constituency 2024: ব্যবধান প্রায় আড়াই লক্ষের! ভাড়াটে সৈন্য নিয়ে আলিপুরদুয়ারে পদ্মকাঁটা উপড়াতে পারবে তৃণমূল?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
  • Political Equation Of Alipurduar Lok-Sabha Constituency:

    আগামিকাল পার হলে পরশু ভোট। উত্তরবঙ্গের ৩ কেন্দ্রের ভোট দিয়ে শুরু হয়ে যাবে লোকসভা জয়ের ভোটযুদ্ধ। গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্রেই পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। আবার ওই লোকসভার অধীনে ৭টি বিধানসভায় ২০২১ নির্বাচনেও পরাজিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসফুল শিবির। এ দিকে ৫ বছর আগে বিজেপি প্রার্থী জন বার্লা জয়ী হয়েছিলেন ২,৪৩,৯৮৯ ভোটের ব্যবাধানে। আলিপুরদুয়ারে ৫৪.৪০ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকে দলে টেনে লোকসভা নির্বাচনে তৃণমূলের আদৌ কোনও ফায়দা হবে কি না তা নিয়ে ধন্দে রয়েছে রাজনৈতিক মহল। তবে ৭ বিধানসভা এলাকায় দু’টি নির্বাচনে ব্যপক ভাবে পিছিয়ে থাকার পর এবারের লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে বেশ বড় চ্যালেঞ্জ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)