Kolkata Metro: গঙ্গার নীচে মেট্রো চালুর পর ঐতিহাসিক ঘটনা, কী এমন হল?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
Green Line Metro Record:
গত ১৫ মার্চ বাণিজ্যিকভাবে গঙ্গার নীচ দিয়ে মেট্রো (গ্রীন লাইন) চলাচল শুরু হয়েছে। পরিসংখ্যান বলছে এরপর ৩১ মার্চ পর্যন্ত প্রায় ৪.৬৫ লক্ষ যাত্রী গ্রীন লাইনের বিভিন্ন স্টেশন থেকে ব্লু লাইনের (উত্তর-দক্ষিম মেট্রো রুট) বিভিন্ন স্টেশনে যাতায়াত করেছেন। যার থেকে এই ইঙ্গিত মিলছে যে, এসপ্ল্যানেডে কলকাতা মেট্রোর এই দু’টি করিডোরের (গ্রীন ও ব্লু লাইন) ইন্টারচেঞ্জিং পয়েন্টটি ইস্টার্ন রেলওয়ে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের শহরতলির এলাকা থেকে আগত যাত্রীদের শহরের কেন্দ্রস্থল সহ যেকোনও অংশে যাতায়াতে সহজ হয়েছে। যা কয়েক দিন আগেও অভাবনীয় ছিল। এই ৪.৬৫ লক্ষ যাত্রীর মধ্যে ২.৫১ লক্ষ যাত্রী এসপ্ল্যানেডে তাদের যাত্রা শেষ করেছেন।