TMC Manifesto For Lok- Sabha Election 2024: প্রতিশ্রুতির ফুলঝুরি তৃণমূলের, লোকসভা ভোটে ১০ দফা ‘দিদির শপথ’ কী কী?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
TMC Manifesto Didir Shapath 2024:
লোকসভা ভোটের প্রথম পর্বের ৪৮ ঘন্টা আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সাঁওতালি (অলচিকি), নেপালি… এই ৬টি ভাষায় ইস্তেহার প্রকাশ করা হয়েছে। এই ইস্তেহারকে ‘দিদির শপথ’ বলে ঘোষণা করেছে জোড়া-ফুল শিবির। বাংলায় না হলেও তৃণমূল এখনও দেশব্যাপী বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক বলে প্রচারে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, ‘ইন্ডিয়া’ জোট কেন্দ্রীয় সরকার গঠন করলে ‘দিদির শপথ’ পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে দল।