Angry Rantman-ISL: ২৭ বছরেই অকালমৃত্যু ভাইরাল বাঙালি ইউটিউবারের! শোকে ছন্নছাড়া একের পর এক ISL ক্লাব
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
ISL clubs pay tribute to Angry Rantman:
প্রয়াত হলেন জনপ্রিয় বাঙালি ইউটিউবার অভ্রদীপ সাহা ওরফে অ্যাংরি ব়্যান্টম্যান। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। গত মাসে তাঁর অস্ত্রোপচার হয়। তারপরই তৈরি হয় শারীরিক জটিলতা। এরপর একের পর এক অঙ্গ বিকল হয়ে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। ইউটিউবে অ্যাংরি ব়্যান্টম্যানের সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষ। ২০১৭ সালে তিনি প্রথমবার ভাইরাল হয়েছিলেন।