Papad making video: পাঁপড় খেতে ভালবাসেন? মুচমুচে বাইটের আগে একবার ভিডিওটি দেখুন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
পাঁপড় খেতে ভালবাসেন? শুধু আপনি একা নন! মুচমুচে পাঁপড়-চাটনি শেষমাতে না হলে অনেকেরই খেয়ে যেন তৃপ্তি হয় না। তাঁরা একবারের জন্য এই ভিডিওটি দেখুন। ভিডিও দেখার পর থেকে পাঁপড় খাওয়ার আগে দু’বার ভাববেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে একজন মহিলাকে পাপড় বানাতে দেখা যায়। ভিডিওটি দেখার পর নিমেষেই হারিয়ে যাবে আপনার পাঁপড় প্রেম!