• ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫০ হাজার সেনা নিহত
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর ৫০ হাজার সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধের দ্বিতীয় ১২ মাসে প্রথম বছরের তুলনায় নিহত ২৫ শতাংশ বেশি। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০-র বেশি রুশ সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে বলে হিসাবে উঠে এসেছে। বিপুল প্রাণের বিনিময়ে কীভাবে অঞ্চল দখল হয়, এই সংখ্যা তারই প্রতিফলন। রাশিয়া এনিয়ে মন্তব্য করতে চায়নি। মোট মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে, যা ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কোর প্রকাশ করা সংখ্যার আটগুণ। রাশিয়ানদের মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পূর্ব ইউক্রেনে রুশ-অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি। এসব অন্তর্ভুক্ত করা হলে সংখ্যা আরও বেশি হত। অন্যদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নিহতদের সংখ্যা খুব একটা প্রকাশ করে না। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের ৩১ হাজার সেনার প্রাণ গেছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সেই সংখ্যা আরও বেশি।
  • Link to this news (আজকাল)