• গাজীপুরের প্রথম আইএএস কন্যা কলকাতার সাইমা, দেশে স্থান ১৬৫
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • তীর্থঙ্কর দাস: কলকাতার মোমিনপুরের বাসিন্দা সাইমা খান। চতুর্থবারের প্রচেষ্টায় পাশ করেছেন ইউপিএসসি। সেন্ট জেভিয়ার্স কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী ছিলেন। মোট ১০১৬ জন সফলভাবে পাশ করেছেন ইউপিএসসি। রেজাল্ট দেখার পর খুশির কান্নায় ভেঙে পড়েন পরিবারের প্রত্যেকে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ আধিকারিকরা সংবর্ধনা জানিয়েছেন সাইমা খানের বাড়িতে এসে। সাক্ষাৎ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ২৭ বছরের সাইমা খান অল ইন্ডিয়া ১৬৫ র‍্যাঙ্ক করেছেন। উত্তরপ্রদেশের গাজীপুরের প্রথম আইএস অফিসার হিসেবে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন তিনি।আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে সাইমা জানালেন, তিনি কলেজে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সময় ভেবে নিয়েছিলেন সমাজের হয়ে কাজ করবেন। তারপর থেকেই আইএস হওয়ার প্রস্তুতি শুরু হয় সাইমার। বর্তমানে দেশে দুর্নীতির বিষয়ে প্রশ্ন করলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। জানালেন, সৎ পথে থেকে মানুষের জন্য যা করার সবকিছুই তিনি করবেন। পড়াশোনার পাশাপাশি দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন এই হবু আমলা।
  • Link to this news (আজকাল)