• ‌গার্ডেনরিচ কাণ্ডে জমা পড়ল প্রাথমিক রিপোর্ট, কী রয়েছে তাতে'‌ ...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গত ১৭ মার্চ গভীর রাতে ভেঙে পড়েছিল গার্ডেনরিচের একটি নির্মীয়মাণ বহুতল। মারা যান ১২ জন। ২২ মার্চ সাত সদস্যের একটি কমিটি গঠন করে কলকাতা পুরসভা ঘটনার তদন্ত শুরু করে। সূত্রের খবর, গত শুক্রবার প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে পুর কমিশনার ধবল জৈনের কাছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, রিপোর্টে জানা গিয়েছে, বহুতলটির নির্মাণে ব্যবহৃত বালি, সিমেন্ট, লোহার রড কিংবা স্টোন চিপ–সব কিছুই ছিল নিম্ন মানের। স্বল্প বিনিয়োগে বিরাট আয়ের লক্ষ্যেই এমন করা হয়েছে বলে জেনেছে তদন্ত কমিটি। বহুতল নির্মাণের ক্ষেত্রে নির্মাণ সংস্থার যে অভিজ্ঞতার প্রয়োজন, তা–ও ওই প্রোমোটিং সংস্থার ছিল না বলেই উঠে এসেছে রিপোর্টে। প্রাথমিক রিপোর্টে এটাও জানা গিয়েছে, আবাসন নির্মাণের ক্ষেত্রে যে ন্যূনতম নিয়মকানুন, নিরাপত্তাবিধি মানতে হয়, তাও মানা হয়নি। প্রসঙ্গত, নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়ার পর অভিযোগ উঠেছিল, বেআইনিভাবে তৈরি হচ্ছিল সেটি। ঘটনার পরেই তিন জন ইঞ্জিনিয়ারকে শোকজ করেছিল কলকাতা পুরসভা। শুক্রবার তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা করার পর ওই তিন ইঞ্জিনিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন প্রশ্ন পূর্ণাঙ্গ রিপোর্ট কবে জমা পড়বে। যদিও সূত্রের খবর, পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী দু’‌সপ্তাহের মধ্যে জমা পড়তে পারে। 
  • Link to this news (আজকাল)