•  ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়ে নাক গলাবে না আমেরিকা: ম্যাথু মিলার
    দৈনিক স্টেটসম্যান | ১৮ এপ্রিল ২০২৪
  • দিল্লি, ১৭ এপ্রিল ? ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে কোনও রকম নাক গলাবে না আমেরিকা। বিদেশে, বিশেষ করে পাকিস্তানে জঙ্গিদের হত্যা করছে ভারত। চাঞ্চল্যকর এই রিপোর্ট হয়েছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে। এই বিতর্কের মধ্যেই  সম্প্রতি ভোটপ্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাম না করে প্রতিবেশী দেশের উদ্দেশে বলেন, ‘ঘর মে ঘুস কর মারেঙ্গে’। মোদির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ করবে না।
     
    পাকিস্তানে গত ২ বছরে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছে অন্তত পক্ষে ১২ জন জেহাদি। তাৎপর্যপূর্ণ ভাবে, এরা প্রত্যেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল । শুধু পাকিস্তান নয়, অভিযোগ ওঠে কানাডার তরফ থেকেও। গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার  প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে জড়িত ভারত সরকার। এক ‘র’ এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছিল।


    ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হয়েছে যে বিদেশের মাটিতে, বিশেষত পাকিস্তানে বাছাই করে জঙ্গিদের হত্যা করছে ভারত। যদিও ওই রিপোর্টকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শংকর স্পষ্ট  জানান, বিদেশের মাটিতে গিয়ে হত্যা করা ভারত সরকারের নীতি নয়। গত ৯ এপ্রিল এই বিষয়ে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা মিডিয়া রিপোর্টের দিকে নজর রাখছি। তবে এই বিষয়ে এখনই আমাদের তরফে বক্তব্য রাখার কিছু নেই। সংঘাত এড়িয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আলোচনা করে দুই দেশকে সমস্যার সমাধান করতে হবে ।’
    সম্প্রতি এক জনসভায় মোদি বলেন, ‘‘দেশে শক্তিশালী সরকার রয়েছে। দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে এই মজবুত সরকার প্রতিবেশীদের ঘরে ঢুকে জঙ্গিদের নিকেশ করবে।’’ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কন্ঠেও একই ধরনের বক্তব্য শোনা যায়। এরপর পাকিস্তানের বিবৃতি ছিল, ভারতের নেতারা ‘উসকানিমূলক’ মন্তব্য করছে। বুধবার নতুন করে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু বলেন, ‘‘আমি আগেই বলেছি, আমেরিকা দু’দেশের মাঝখানে ঢুকবে না। তবে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা এড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বার করতে উৎসাহিত করব।’’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)