• 'কিসসু শেখার নেই আইপিএলে' বাংলাদেশে ফিরছেন ফিজ, তবে নাও খেলাতে পারে বিসিবি!
    ২৪ ঘন্টা | ১৮ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৩১ কোটি ৪০ লক্ষ টাকার থলি নিয়ে, চেন্নাই সুপার কিংস (CSK) বাজার করতে এসেছিল আইপিএলে (IPL Auction 2024) নিলামে। দুবাইয়ে পাঁচবারের চ্য়াম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি তিন বিদেশি-সহ মোট ছয় ক্রিকেটারকে দলে নিয়েছিল। তার মধ্য়ে ছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি টাকায় সাতক্ষীরার 'ফিজ'কে সই করিয়েছিল সিএসকে। আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মুস্তাফিজুর! কেন ছিলেন লেখা হল! কারণ মুস্তাফিজুরকে আর আইপিএল খেলতে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। সাফ জানিয়ে দেওয়া হল সাংবাদিক বৈঠক করে। রুতুরাজ গায়কোয়াড়রা খেলেন বিরাট ধাক্কা। হলুদ জার্সিতে আগুনে ফর্মে ছিলেন মুস্তাফিজুর। পাঁচ ম্য়াচে ১০ উইকেট নিয়ে তিনিই ছিলেন সিএসকে-র সর্বাধিক উইকেট শিকারি।এখন প্রশ্ন কেন বাংলাদেশ তাদের তারকাকে আইপিএলের মাঝ পথেই দেশে ফেরাচ্ছে? জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩ মে থেকে ১২ মে পর্যন্ত পাঁচ ম্য়াচের সিরিজ চলবে দুই দেশের মধ্য়ে। তবে এই সিরিজ শেষ করেও ফিজকে ভারতে পাঠাবে না বাংলাদেশ! কারণ আইপিএলের ঠিক পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পদ্মাপারের ক্রিকেটীয় দেশ চায় ১০০ শতাংশ ফিট ও তরতাজা থাকুক তাদের ক্রিকেটার। চেন্নাই ১ মে খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচের শেষ হলেই বাংলাদেশের বিমান ধরবেন মুস্তাফিজুর। বুধবার অর্থাৎ আজ মীরপুর হোম অব ক্রিকেটে মুস্তাফিজুরকে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সেদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।জালালের কথায় কোথাও স্পষ্ট নয় যে, মুস্তাফিজুরকে তারা জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলাবে কিনা! তিনি বলেন, 'দেখুন, আমরা ১ তারিখ পর্যন্ত মুস্তাফিজুরকে খেলতে দিয়েছি। ২ তারিখে ও চলে আসবে। ৩ তারিখে থেকে ও ফাঁকা। ওকে দেশে ফেরানোর কারণ কিন্তু শুধুই জিম্বাবোয়ে সিরিজে খেলানোর জন্য না। ওয়ার্কলোড ও ভবিষ্য়ৎ পরিকল্পনাও রয়েছে।' জালাল ভোলেননি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। মুস্তাফিজুর ও সাকিব আলা হাসান টানা আইপিএল খেলেই নেমেছিলেন বিশ্বযুদ্ধে। জালাল বলেন, 'জাতীয় দল সবার আগে। আপনারা জানেন যে, ২০২১ সালে দু'জন খেলোয়াড় আইপিএল খেলে কিন্তু বিশ্বকাপে যোগ দিয়েছিল। ওদের ক্লান্তি গ্রাস করে নিয়েছিল। আমরা এরকম আর কোনও পরিস্থিতি আসুক, সেটা চাই না!মুস্তাফিজুরকে দেশে ফেরাচ্ছি মানেই এই নয় যে ওকে জিম্বাবোয়ে সিরিজে খেলাব। ওয়ার্কলোড ভেবে ওর চাপ কমাব। ও দলের সঙ্গে থাকবে। বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্টে যাচ্ছে। সেখানে খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে থাকবে। ওকে পুরোপুরি ফিট চাই। ক্লান্ত হয়ে গেলে তো আর ডেলিভার করতে পারবে না। আমাদের কী দরকার! আমরা চাই তরতাজা মুস্তাফিজুরকে। মুস্তাফিজুরকে চাই না। বোর্ডের ভাবনায় আরও একটি বিষয় উঠে এসেছে, অনেকেই মনে করছেন যে, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলানোর চেয়েও আইপিএলে খেললে মুস্তাফিজুরের জন্য ভালো হতো। এর উত্তরে সাফ বলেন, ‘মুস্তাফিজুরের এখন আইপিএলে খেলে কিসসু শেখার নেই। ওর শেখার প্রক্রিয়া শেষ। বরং ওর থেকে আইপিএলের অনেক খেলোয়াড় শিখতে পারবে। ও আইপিএল খেললে বাংলাদেশের কোনও লাভ হবে না। ওকে পেয়ে বাকিরা উপকৃত হবে।' হাতে আর দেড় মাসও বাকি নেই। তারপরেই ফের শুরু আইসিসি-র শোপিস ইভেন্ট। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ আর মহাযুদ্ধের কথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্য়ায় পদ্মাপারের ক্রিকেটীয় দেশ এক্স হ্য়ান্ডেলে জানিয়েছে যে, প্রাক্তন পাক স্পিনার মুশতাক আহমেদকেতারা স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে।

     
  • Link to this news (২৪ ঘন্টা)