• পুজো মণ্ডপের মতো থিমের বুথ
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা বাগান বেষ্টিত জেলার ভোটারদের কাছে ভোটকে আরও আকর্ষণীয় করে তুলতে নয়া উদ্যোগ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। নির্দিষ্ট থিমের উপর নির্ভর করে এবারই প্রথম জলপাইগুড়ির ১৩টি ভোটকেন্দ্রকে সাজানো হচ্ছে। কোথাও থিম চা বাগান, কোথাও মহিলাদের অংশীদারিত্বে উজ্জ্বল গণতন্ত্র। কোনও ভোট কেন্দ্রকে সাজানো হবে পর্যটন থিমে। কোথাও আবার গাছ লাগান প্রাণ বাঁচান এমন বার্তাবহ থিম তৈরি হতে চলেছে। 

    জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার ন’টি ব্লকে অন্তত একটি করে হলেও থিম নির্ভর বুথ হচ্ছে। যদিও সদরে চারটি ও রাজগঞ্জে দু’টি বুথকে সাজানোর কথা। রাজগঞ্জের দু’টি বুথের থিম গণতন্ত্র সবার ও মহিলাদের অংশীদারিত্বে উজ্জ্বল গণতন্ত্র। সদরের চারটি বুথের থিম ভোটে মহিলাদের অংশগ্রহণ। ধূপগুড়ির একটি বুথে থিম পরিবেশ। চা বাগান থিমে সেজে উঠছে মেটেলির একটি বুথ। পর্যটন থিম থাকছে ক্রান্তির একটি বুথে। নাগরাকাটায় একটি বুথকে সাজানো হচ্ছে পরিবেশবান্ধব ভোট কেন্দ্র হিসেবে। আবার বানারহাটের একটি বুথের থিম গাছ লাগান প্রাণ বাঁচান। এছাড়াও মালবাজারের একটি বুথ হচ্ছে আজকের যুব সমাজকে ভোটদানে উৎসাহ প্রদান থিমের উপর ভিত্তি করে। 

    জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য বলেন, ভোটে উৎসাহ দানের জন্য গোটা জেলায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কমিশন এ ব্যাপারে সবসময় উৎসাহ দেয়। এবার ভোটেও মানুষকে উৎসাহ দিতে থিম নির্ভর ভোট কেন্দ্র তৈরি হচ্ছে। তাতে জেলার অন্যতম বিশেষত্ব চা বাগানকেও ফুটিয়ে তোলা হচ্ছে একটি ভোট কেন্দ্রে। আবার থিমের মাধ্যমে ভোটে, গণতন্ত্রে  মহিলাদের গুরুত্বের বিষয়টিও ফুটিয়ে তোলা হচ্ছে। 

    এবার জেলার মহিলা ভোটার সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৩৯ জনকে মাথায় রেখে ১৪৯টি মডেল মহিলা বুথও তৈরি হচ্ছে। যেখানে ভোটকর্মী থেকে নিরাপত্তা কর্মী সকলেই মহিলা।
  • Link to this news (বর্তমান)