• ‘টাকা থাকার সম্ভাবনা থাকলে অভিযান হয়’ নিশীথের গাড়িতে তল্লাশি নিয়েই কি বেফাঁস দিলীপ!
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘যাঁরা গাড়িতে টাকা নিয়ে ঘুরে বেড়ান, তাঁর গাড়িতেই তো তল্লাশি হবে। দিলীপ ঘোষের গাড়িতে তল্লাশি করে কী হবে? একটা বিড়ি সিগারেটের প্যাকেটও পাবে না। তাঁদের কাছে খবর থাকে, কাদের কাছে টাকা রয়েছে। কারা টাকা নিয়ে যায়। আর সেখানেই তদন্ত হচ্ছে।’ বুধবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

    ক’দিন আগে কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের গাড়িতে  তল্লাশি নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি। এই ঘটনায় দিলীপের দল বিজেপি তৃণমূলের প্রতিহিংসার রাজনীতি দেখছে। সেক্ষেত্রে দিলীপ নাম না করেও নিশীথকে নিশানা করলেন কি না, তা নিয়ে জল্পনার পারদ চড়ছে। দিলীপের মন্তব্য লুফে নিয়ে সরাসরি বিজেপির গৃহযুদ্ধের দিকে আঙুল তুলেছে সিপিএম ও তৃণমূল। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘আরএসএস বিজেপি ও আর তৃণমূলী বিজেপির মধ্যে আগে থেকেই নীতিগত  দ্বন্দ্ব ছিল। এখন টাকার ভাগ নিয়েও দ্বন্দ্ব শুরু হয়েছে।’ তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, ‘বিজেপির মধ্যে প্রবল দ্বন্দ্ব। মাঝে মধ্যে তা প্রকাশ্যে চলে আসছে। এক এক ইস্যু নিয়ে এক এক নেতা এক এক রকম মন্তব্য করছেন। দিলীপবাবু সেই নেতাদের একজন।’ ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপি জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিলীপ ঘোষের মন্তব্যের ভুল ব্যাখা করা হচ্ছে। তিনি বলতে চেয়েছেন, আমরা দেশের নিয়ম মেনে চলি। কমিশন যে কারও গাড়িতে তল্লাশি চালাতে পারেন।’ 

    সম্প্রতি, ভোট প্রচারে ব্যবহৃত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দপ্তর হানা দেয়। তল্লাশি চালানো হয়। রাহুল গান্ধীর ব্যবহার করা হেলিকপ্টারেও আয়কর অভিযানের অভিযোগ ওঠে। এর মধ্যেই নিশীথের কনভয় আটকে তল্লাশি চলে। নেতৃত্ব দেন এসডিপিও। নিশীথ ও তাঁর নিরাপত্তারক্ষী তাতে বাধাও দেন। কমিশনের নির্দেশিকা দেখতে চান। তারপরও গাড়িতে থাকা ব্যাগ খুলে তল্লাশি হয়। নিশীথ সহ বিজেপির একটি অংশ এর পিছনে তৃণমূল কংগ্রেসের প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলে। অথচ, এদিন দিলীপ ঘোষ তল্লাশি ইস্যুতে দলের বিপরীত অবস্থান নিলেন বলে রাজনৈতিক মহলের মত। দুর্গাপুরে তাঁকে প্রশ্ন করা হয়, রাজ্য পুলিসকে নিয়ে কমিশন কেন বিরোধী দলের নেতাদের গাড়িতে তল্লাশি করছে? উত্তরে তিনি ওই মন্তব্য করেন। একই সঙ্গে তাঁর সংযোজন, ‘সবার গাড়িতেই তদন্ত করতে পারে। দরকার হলে প্রধানমন্ত্রীর গাড়িতেও তল্লাশি করতে পারে তাঁরা।’
  • Link to this news (বর্তমান)