• প্রধানমন্ত্রী সেরেছেন ৮ জনসভা, রাজ্যে প্রথম দফার ভোটে দেখা মিলল না শাহ-নাড্ডা-যোগীর
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৪
  • রাজু চক্রবর্তী, কলকাতা: প্রথম দফার ভোটে প্রচার পর্ব শেষ হয়েছে বুধবার বিকেলেই। অথচ পশ্চিমবঙ্গের তিনটি আসনের জন্য দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। অদ্ভুতভাবে বাংলার প্রথম দফার ভোটে ব্রাত্য রইলেন হিন্দুত্বের ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথ। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই আটটি জনসভা সেরেছেন এরাজ্যে। ওই কেন্দ্রগুলি হল—আরামবাগ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বারাসত, কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট এবং রায়গঞ্জ। অন্যদিকে, এরাজ্যে প্রথম দফার ভোট রয়েছে—আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। সর্বভারতীয় বিজেপির ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অমিত শাহ নিজেও ওই তিন কেন্দ্রে প্রচারে যাননি। ১০ এপ্রিল, বালুরঘাটে প্রথম এই ভোট পর্বে সর্বপ্রথম জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ ভোটের প্রচারে নাড্ডা, যোগী, শাহকে দূরে রেখে আকর্ষণের মূল কেন্দ্রে মোদি নিজেকে তুলে আনার পিছনে কোন অঙ্ক কাজ করছে, তা নিয়ে গেরুয়া শিবিরের জোর জল্পনা শুরু হয়েছে। দিল্লির সূত্রের দাবি, প্রথম দফার ভোটে নাড্ডা, যোগী কিংবা শাহের পশ্চিমবঙ্গ সফরের প্রাথমিক সূচি তৈরি হয়েছিল। পরে সেটি বাতিল হয়। তা ব্যাখ্যা করতে গিয়ে এক কেন্দ্রীয় নেতা বলেন, গত বিধানসভা ভোটে নাড্ডা কিংবা যোগীর জনসভায় আশানুরূপ ভিড় হয়নি। সেই ভোটে বিজেপির ‘বিজয়রথ’ ৭৭টি আসনে গিয়ে থমকে গিয়েছিল। তাই লোকসভা নির্বাচনে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না স্বয়ং প্রধানমন্ত্রী। তাই নিজের ব্যক্তিগত ক্যারিশমাকেই সামনে রেখে বাংলায় কার্যত চষে বেড়াচ্ছেন তিনি। পার্টি তার ফলও পাচ্ছে হাতেনাতে। প্রতিটি সভায় মোদিকে দেখতে আশাতীত ভিড় হয়েছে বলেও দাবি ওই দিল্লির নেতার। 

    অন্যদিকে, বাংলার ভোটে অমিত শাহকে খানিক কিছুটা হলেও ‘দমিয়ে’ রাখার কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ, গত বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীর দপ্তরে (পিএমও) পাঠানো কিছু ‘ইনপুট’ ঘিরে সংশয় তৈরি হয়েছিল। ভোটের ফল বিশ্লেষণ করে সেই ‘ইনপুট’ যাচাই করেছিল পিএমও। তাতে বেশকিছু গলদ ধরা পড়ে। সেই সূত্রেই প্রধানমন্ত্রী বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর গতিবিধিতে খানিক ‘রাশ’ টেনেছেন বলে খোদ দিল্লির খবর। অন্যদিকে, ভোটের পর নাড্ডার বিদায় আসন্ন। তারই প্রতিচ্ছবি ধরা পড়ছে বলে মত সংশ্লিষ্ট মহলের।      
  • Link to this news (বর্তমান)