• ১৫০’ও পাবে না বিজেপি: রাহুল
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৪
  • গাজিয়াবাদ: দিন কয়েক আগেই ১৮০ আসনে মোদিব্রিগেডকে বেঁধে দিয়েছিলেন রাহুল গান্ধী। আর এবার ‘গেরুয়া শিবিরের গড়’, খাস উত্তরপ্রদেশে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, ‘১৫০ পেরবে না বিজেপি।’ আজ বাদে কাল শুরু হচ্ছে মহারণ ’২৪। প্রথম দফার ভোট। তার আগে মোদিকে সরাসরি রাহুলের এই চ্যালেঞ্জ তোলপাড় ফেলেছে গোটা দেশে। তিনি বলেছেন, ‘১৫-২০ দিন আগেও ভেবেছিলাম বিজেপি ১৮০টা আসন পাবে। কিন্তু, সম্প্রতি যা রিপোর্ট পাচ্ছি, দেশজুড়ে এখন হাওয়া ইন্ডিয়ার।’ বুধবার গাজিয়াবাদে সাংবাদিকদের সামনে বসে রাহুল যখন এই কথা বলছেন, তাঁর পাশে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। সোনিয়া-পুত্রের সুর ধরেই তাঁর দাবি, ‘উত্তরপ্রদেশের পশ্চিমে গাজিয়াবাদ, আর পূর্বে গাজিপুর—সর্বত্র এবার বিজেপির বিদায়ঘণ্টা বাজবে।’  

    ‘ইন্ডিয়া’ গঠনের পর এই প্রথম যৌথ সাংবাদিক সম্মেলন করলেন রাহুল ও অখিলেশ। একটি ভোটও যাতে ভাগ না হয়, তার জন্য দলীয় কর্মীদের এদিন ফের সতর্ক করে দিয়েছেন দুই পার্টির কাণ্ডারীরা। পাশাপাশি, নির্বাচনী বন্ড নিয়েও বিজেপির কড়া সমালোচনা করেছেন। রাহুল বলেন, ‘মোদির দাবি, স্বচ্ছতা বজায় রাখতেই নির্বাচনী বন্ড। তাহলে বিজেপিকে কারা, কবে টাকা দিয়েছেন, তা জানানো হল না কেন?’ রাহুলের কটাক্ষ, ‘নির্বাচনী বন্ড হল বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি প্রকল্প। আর মোদি হলেন, দুর্নীতির চ্যাম্পিয়ন।’ অপরদিকে অখিলেশ বলেন, ‘বিজেপি শুধু দুর্নীতিগ্রস্তদেরই দলে জায়গা দিচ্ছে না, দুর্নীতির টাকাও সুরক্ষিত রাখছে। বেকারত্ব ও মূল্যবৃদ্ধি থেকে কৌশলে মানুষের নজর ঘুরিয়ে দিচ্ছে ওরা।’ 

    আমেথিতে নির্বাচন ২০ মে। গতবারের বিজয়ী স্মৃতি ইরানিকেই সেখানে টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু, কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। এখন প্রশ্ন, গান্ধী পরিবারের কেউ কি এবার আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? রাহুলের উত্তর, ‘দল যা দায়িত্ব দেবে, তাই পালন করব।’
  • Link to this news (বর্তমান)