• মধ্যমগ্রামে দুর্ঘটনায় জখম কাকলি, সন্দেহজনক গাড়ির ধাক্কা
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়লেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। মাথায়, ঘাড়ে ও হাতে আঘাত লেগেছে তাঁর। জখম অবস্থায় কাকলিকে বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করানো হয়। তবে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিস। ঘটনার পর সন্দেহজনক গাড়িটিকে আটক করেছে মধ্যমগ্রাম থানার পুলিস। আটক করা হয়েছে গাড়ির চালককেও। ভোটের মুখে তৃণমূল প্রার্থীর গাড়িতে ধাক্কা নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তাও খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিস।

    বুধবার দুপুর একাধিক প্রচারের কর্মসূচি ছিল কাকলি ঘোষ দস্তিদারের। প্রথম ছিল মধ্যমগ্রামের কেন্দ্রীয় পার্টি অফিসে যোগদান কর্মসূচি। এরপর বারাসতে দলের কর্মীদের নিয়ে একটি পদযাত্রায় যোগ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। শেষ কর্মসূচি ছিল অশোকনগরের রাজীবপুরে। দুপুর দু’টোয় মধ্যমগ্রামের দিগবেড়িয়ার বাড়ি থেকে বের হয়েছিলেন তৃণমূল প্রার্থী। বাদু রোড ধরেই মধ্যমগ্রাম চৌমাথায় দিকে আসছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে বিএসএফ ক্যাম্প সংলগ্ন রোডেই ঘটে বিপত্তি। সামনের পাইলট কার পার করেছে। দ্বিতীয় গাড়িতে ছিলেন কাকলি। আচমকা উল্টোদিকের গলির ভিতর থেকে আসা একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িতে। এতে মাথায় চোট পান প্রার্থী। পাশাপাশি চোট পেয়েছেন তাঁর নিরাপত্তা রক্ষী স্বপ্না দাস। বারাসত হাসপাতালে চলে তাঁর চিকিৎসা। সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতারা। চিকিৎসকরা কাকলিকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কাকলি বলেন, বাদু রোড ধরে এগতেই গলি থেকে দ্রুতগতিতে একটা গাড়ি বেরিয়ে এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। এর পিছনে কোনও চক্রান্ত আছে কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিস। এদিকে, বারাসত পুলিস জেলার পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, ওই গাড়িটিকে ও তার চালককে আটক করা হয়েছে। অভিযোগ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)