• কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, তীব্র দহন দক্ষিণবঙ্গে, কতদিন চলবে অসহ্য গরম?
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন। রাজ্যের ৩ আসনেও হবে ভোটগ্রহণ। এই পরিস্থিতিতে একদিকে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তেমনই গরমেও প্রাণ ওষ্ঠাগত মানুষের। তীব্র উষ্ণতায় কার্যত ফুটছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। চাতক পাখির মতো অপেক্ষা করেই বৃষ্টির কোনও দেখা নেই। এমনকী গরমের দাপট আরও বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।গরমে নাজেহাল দক্ষিণবঙ্গদক্ষিণবঙ্গের মানুষ গরমে কাহিল। সকাল ৭টারও আগে থেকেই কলকাতা ও বিভিন্ন জেলায় সূর্যে উত্তাপ কার্যত দেহে জ্বালাপোড়া ধরিয়ে দিচ্ছে। বেলা যত বাড়ছে ততই অসহনীয় হয়ে উঠছে গোটা পরিস্থিতি। সঙ্গে আর্দ্র্যতাজনিত অস্বস্তি। হাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবার গরমের দাপট থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সকাল থেকে থাকবে চাঁদিফাটা রোদ। তীব্র রোদে নাজেহাল হতে হবে। আপাতত কয়েকদিন এই পরিস্থিতি থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আর শুধু সকালে হয়, সূর্যাস্তের পরেও থাকবে গুমোট পরিস্থিতি। রাতের দিকে আকাশ পরিষ্কার থাকলেও প্রবল গরমও অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত আগামী ২৫ তারিখ সকাল পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। একইসঙ্গে এই সময়ের মধ্যে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বীরভূম জেলার কিছু কিছু জায়গায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

    শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁইএদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সঙ্গে থাকবে উষ্ণ ও আর্দ্রতাযুক্ত আবহাওয়া। আজ শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

    উত্তরে বৃষ্টির পূর্বাভাসতবে উত্তরবঙ্গের কিছু জেলায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এক্ষেত্রে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের বাকি ৩ জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদায় থাকবে শুষ্ক আবহাওয়া। পাশাপাশি আগামীকাল ১৯ তারিখও উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, আগামীকাল থেকেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ভোট হবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে। সেক্ষেত্রে ভোটের দিন ওই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
  • Link to this news (এই সময়)