• Lok Sabha Election 2024: কাউন্টডাউন শুরু! শুক্রতে প্রথম দফায় কোন কেন্দ্রে ভোট, স্টার প্রার্থী কে কে? জেনে নিন বিস্তারিত
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচন আসন্ন। আর এক দিন পরেই দেশজুড়ে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে ভোট। নির্বাচনের প্রথম ধাপে দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট রয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিক অঞ্চলগুলিতে ১০২টি নির্বাচনী এলাকায় যোগ্য ও রেজিস্ট্রার্ড ভোটাররা ভোট দেবেন। প্রথম পর্যায়ে ১০টি রাজ্যে ও কেন্দ্রশাসিক অঞ্চলে সবক'টি লোকসভা কেন্দ্রে একেবারেই ভোট গৃহীত হবে। বাকি ১১টি রাজ্য়ে কয়েকটি লোকসভা কেন্দ্রে ভোট হবে প্রথম দফায়।প্রথম দফায় কিছু হাই-ভোল্টেজ আসনের মধ্য়ে রয়েছে চেন্নাই দক্ষিণ, কোয়েম্বাটুর, নাগপুর, ডিব্রুগড়, জোড়হাট, জামুই। সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তেলঙ্গনাার প্রাক্তন রাজ্যপাল টি সৌন্দরাজন। এবার তিনি দক্ষিণ চেন্নাই লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই কোয়েম্বাটুর আসন থেকে প্রার্থী হয়েছেন।

    লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটের তারিখ

    লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল।

    লোকসভা নির্বাচনের প্রথম পর্ব

    ১৯ এপ্রিল, ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২টি আসনে ১৮তম সাধারণ নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে।

    লোকসভা নির্বাচনের প্রথম পর্বে কোথায় কোথায় ভোট রয়েছে?

    রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলনির্বাচনী এলাকাআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জঅরুণাচল প্রদেশঅরুণাচল প্রদেশ পূর্ব, অরুণাচল প্রদেশ পশ্চিমঅসমডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙ্গা, লখিমপুর, সোনিতপুরবিহারঔরঙ্গাবাদ, গয়া, জামুই, নওয়াদাছত্তিশগড়বস্তারজম্মু ও কাশ্মীরউধমপুরমধ্য প্রদেশছিন্দওয়াড়া, বালাঘাট, জবলপুর, মন্ডলা, সিধি, শাহদোলমহারাষ্ট্রনাগপুর, চন্দ্রপুর, ভান্ডারা-গোন্দিয়া, গাদচিরোলি-চিমুর, রামটেকমণিপুরমেঘালয়শিলং, তুরামিজোরামমিজোরামনাগাল্যান্ডনাগাল্যান্ডপুদুচেরিপুদুচেরিরাজস্থানগঙ্গানগর, বিকানের, চুরু, ঝুনঝুনু, সিকর, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলওয়ার, ভরতপুর, করৌলি-ধোলপুর, দৌসা, নাগৌরসিকিমসিকিমতামিলনাড়ুতিরুভাল্লুর, চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, শ্রীপেরামবুদুর, কাঞ্চিপুরম, আরাককোনাম, ভেলোর, কৃষ্ণগিরি, ধর্মপুরী, তিরুভান্নামালাই, আরানি, ভিলুপ্পুরম, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কাল, ইরোড, তিরুপুর, নীলগিরি, কোয়েম্বাটোর, তিরুপল্লী, পোলাচির, পল্লী , পেরাম্বলুর, কুদ্দালোর, চিদাম্বরম, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনম, থাঞ্জাভুর, শিবগাঙ্গা, মাদুরাই, থেনি, বিরুধুনগর, রামানাথপুরম, থুথুকুডি, টেনকাসি, তিরুনেলভেলি, কনিয়াকুমারীত্রিপুরাত্রিপুরা পশ্চিমউত্তরাখণ্ডতেহরি গাড়ওয়াল, গাড়ওয়াল, আলমোড়া, নৈনিতাল-উধমসিংহ নগর, হরিদ্বারউত্তর প্রদেশপিলভিট, সাহারানপুর, কাইরানা, মুজাফ্ফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ, রামপুরপশ্চিমবঙ্গকোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

    ১৯ এপ্রিল আটজন কেন্দ্রীয় মন্ত্রী, দু'জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের ভাগ্যপরীক্ষা। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি (নাগপুর আসন), কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু (অরুণাচল পশ্চিম)। নাগপুর আসন থেকে জয়ের হ্যাটট্রিক চাইছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি । অরুণাচল পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানদা সোনোয়াল (অসমের ডিব্রুগড়), কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান (মুজাফ্ফরনগর), দুইবারের সাংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার জিতেন্দ্র সিং (উধমপুর), কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (রাজস্থানের আলওয়ার), কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (রাজস্থানের বিকানের), তামিলনাড়ুর নীলগিরি আসনে বর্তমান ডিএমকে সাংসদ ও প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা বনাম বিজেপির এল মুরুগান (কেন্দ্রীয়মন্ত্রী), শিবগঙ্গার সাংসদ কার্তি চিদম্বরম বিজেপির বিজেপির টি. দেবনাথন যাদব এবং এআইএডিএমকে-এর জেভিয়ার দাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে.আন্নামালাই তামিলনাড়ুর কোয়েম্বাটুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপরীতে রয়েছেনডিএমকে নেতা গণপতি পি. রাজকুমার এবং এআইএডিএমকে-র সিঙ্গাই রামচন্দ্রন। কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ ছিন্দওয়াড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পশ্চিম ত্রিপুরার একটি আসনে ১৯ এপ্রিল মুখোমুখি হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এছাড়াও আরও কয়েকটি কেন্দ্রে হাইভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে প্রথম দফায়।
  • Link to this news (এই সময়)