Sukanta Majumdar: রকেট গতিতে সম্পত্তি বেড়েছে সুকান্তর! ২০১৯-এর পর থেকে সেই তথ্যে ‘আশ্চর্য্য’ হবেন!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
Sukanta Majumdar:
দার্জিলিংয়ের (Darjeeling) বিদায়ী BJP সাংসদ রাজু বিস্তার (Raju Bista) সম্পত্তি গত লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পর থেকে ২১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী হলফনামায় (affidavit) বিজেপি নেতা যে তথ্য দিয়েছেন তা থেকে এটা জানা গিয়েছে। তবে শুধু রাজু বিস্তাই নন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumda
সম্পত্তিও বেড়েছে রকেট গতিতে। বালুরঘাটের (Balurghat) বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সম্পত্তির পরিমাণ ২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে ১১৪ শতাংশ বেড়েছে।