• রাজ্যের পাঠানো তালিকা থেকে ৬ জনকে উপাচার্য হিসেবে নিয়োগের নির্দেশ সর্বোচ্চ আদালতের ...
    আজকাল | ১৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত চলছে বহুদিন ধরে। রাজ্য সরকারের তরফে ৩১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর নাম পাঠানো হয়েছিল। ছ" টি বাদে বাকি নামগুলি খারিজ করল রাজভবন। সুপ্রিম কোর্ট বুধবার রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সি ভি আনন্দ বোসকে জানিয়ে দিল, রাজ্যের দেওয়া তালিকা থেকেই তাঁকে ছ’জন যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করতে হবে। রাজ্যপাল স্বাগত জানিয়েছেন শীর্ষ আদালতের রায়কে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যপাল বলেছেন, ‘"সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি। এই নির্দেশ আমি কার্যকর করব।’" এক সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। উপাচার্য হিসেববে নিয়োগ যারা হচ্ছেন তারা হলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়: ভাস্কর গুপ্ত , গৌড়বঙ্গ বিশ্ববিদ‍্যালয়: পবিত্র চট্টোপাধ্যায়, দার্জিলিং হিলস বিশ্ববিদ‍্যালয়: প্রেম পোদ্দার, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়: অমিয় পন্ডা, হরিচাঁদ গুরুচা়দ বিশ্ববিদ‍্যালয়: তপনকুমার বিশ্বাস, রাণী রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়: আশুতোষ ঘোষ
  • Link to this news (আজকাল)