• ৬ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে রাজ্যের নামেই ছাড়পত্র দিল রাজভবন
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর সহ ছ’টি বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে অস্থায়ী উপাচার্যের তালিকা তৈরি করে রাজভবনে পাঠিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। তাতে সিলমোহর দিয়েছে রাজভবন। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানকারই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তের নাম প্রস্তাব করেছে রাজ্য। তিনি এক সময় জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের দায়িত্ব পালন করেছেন। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়ের নাম। 

    দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের জন্য প্রেম পোদ্দারের নাম ফের সুপারিশ করা হয়েছে। এর আগেও ইউরোপে অধ্যাপনারত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই ভিজিটিং প্রফেসর দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন। ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির অধ্যাপক অমিয়কুমার পান্ডা, উত্তর ২৪ পরগনার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে তপনকুমার বিশ্বাস (বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা লোকসাহিত্যের অধ্যাপক), রানি রাসমণি বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রির অধ্যাপক আশুতোষ ঘোষের নাম রয়েছে।  এঁরাও আগে বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব সামলেছেন। রাজভবনের তরফে হোয়াটসঅ্যাপ বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকার ৩১টি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩১টি নাম পাঠিয়েছিল। তা থেকে এই ছ’টি নাম বেছে নিয়েছেন রাজ্যপাল। যদিও, বাছাই করা প্রার্থীদের নাম রাজভবনের তরফে জানানো হয়নি।
  • Link to this news (বর্তমান)