• হুইলচেয়ারে মৃত কাকাকে বসিয়ে ঋণ চাইতে ব্যাঙ্কে হাজির মহিলা! পাকড়াও অভিযুক্ত
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়ে পুলিশের জালে আটক হলেন এক মহিলা। ব্রাজিলের রিও ডি জেনেরিয়োর ঘটনা। ইটাউ ব্যাঙ্কের ঘটনা। ইিমদ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনর একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে ওই মহিলার কথোপকথনের একটি ফুটেজ সামনে এসেছে।ভিডিয়ো পুটেজে দেখা যাচ্ছে, ওই মহিলা হুইলচেয়ারে বসে থাকা একজন বয়স্ক ব্যক্তির মাথা তুলে ধরে পেন ধরনোর চেষ্টা করছেন। হুইল চেয়ারে থাকা ব্যক্তি প্রিতিক্রিয়াহীন অবস্থায় ছিলেন। তার হাতো ছিল নিস্তেজ। অভিযুক্ত মহিলা ব্যাঙ্কে কয়েক হাজার ডলার সমতুল্য একটি ঋণ নেওয়ার জন্য আবেদন করেন। এমনকি ব্যাঙ্ক তাঁর ঋণের আর্জি মঞ্জুরও করে দেয়। কিন্তু টাকা পাওয়ার জন্য প্রয়োজন হয় ওই ব্যক্তির। আর সেখানেই বাধে গোল। জোরকরে মৃত ব্যক্তির হাতে কলম ধরিয়ে অনেকক্ষণ ধরেই সই করানোর চেষ্টা করেন মহিলা। কিন্তু বার বারই হেলে পড়ছিল হুইলচেয়ারে বসা ব্যক্তির মাথা। গোটা ঘটনাটির ভিডিয়ো তৈরি করেন ব্যাঙ্কের এক কর্মী।

    এই সময় ওই মহিলা উঁচু স্বরে বলেন, ‘কাকা শুনছেন, আপনাকে এখানে সভ করতে হবে। আপনি যদি সই না করেন, তাহলে কোনও উপায় নেই। আমি আপনার হয়ে সই করতে পারব না। এটি আপনাকেই করতে হবে। অন্য যেসব কাজ আপনার হয়ে করতে পারি তা তো আপনার জন্য করেই দিই। এখানে সই করুন। আমাকে আর জ্বালাবেন না। আবার রেজিষ্ট্রি অফিসে যেতে হবে। এসব আমি আর নিতে পারছি না।’

    মহিলার আচরণে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ব্যাঙ্কের কর্মীরা।

    পরে পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি। পুলিশ সূত্রে জানা গেছে,ওই মহিলা ব্যাঙ্কে তার নিজের কাকাকে দিয়ে টাকা তোলানোর জন্য চেষ্টা করেন। সেই কারণে ব্যাঙ্কের কাউন্টারে হুইলচেয়ারে বসিয়ে ওই ব্যক্তি জীবিত এমন ভান করেন।

    মহিলার ব্যবহারে একজন ব্যাঙ্ক কর্মী নমনীয় হন। তিনি বলেন, ‘মনে হচ্ছে উনি অসুস্থ। থাক আপনিই সইটা করে দিন।’

    রিও ডি জেনেরিও সিভিল পুলিশ প্রধান ফ্যাবিও লুইস সুজা বলেন, ব্যাঙ্ক কর্তারা তখন একটি অ্যাম্বুলেন্সে কল করেন। প্যারামেডিক্যাল অফিসাররা এসে ওই ব্যক্তিকে পরীক্ষা করে জানান যে, ব্যাঙ্কে আসারকয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। হাতেনাতে ধরা পড়ে যান মহিলা। জালিয়াতির চেষ্টার অভিযোগে আটক করা হয় তাকে। শুরু হয়েছে তদন্ত। গোটা ঘটনায় হতবক ব্যাঙ্কের কর্মকর্তারা।
  • Link to this news (এই সময়)