Rahul Gandhi: কেন অ্যারেস্ট নন বিজয়ন? ওয়ানাড়ে আক্রমণ রাহুলের
এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
এই সময়, নয়াদিল্লি: কেরালায় লোকসভা ভোটের আবহে বাম-কংগ্রেসের মতভেদ কোন পর্যায়ে গিয়েছে, তার আভাস মিলেছিল দিন দুয়েক আগে তিরুবন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী থারুরের কথায়৷ বাম নেতৃত্বের মানসিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে শশী থারুর জানতে চেয়েছিলেন, কেন তিরুবন্তপুরমে তাঁকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে সিপিএম এবং সিপিআই? থারুরের পরে এবার একই সুর শোনা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গলাতেও৷কেরালারই ওয়ানাড় কেন্দ্র থেকে ২০১৯-এ লোকসভার সাংসদ হয়েছিলেন রাহুল গান্ধী৷ এবারেও তিনি একই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তাঁর বিরুদ্ধে আগেই প্রার্থী দিয়েছে সিপিআই, প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআই শীর্ষ নেতা ডি রাজার স্ত্রী অ্যানি রাজা৷ এই আবহে কেরালার কোঝিকোড়ে মঙ্গলবার এক জনসভায় রাহুল গান্ধী সরাসরি তোপ দেগেছেন কেরালার মুখ্যমন্ত্রী, প্রবীণ বাম নেতা পিনারাই বিজয়নকে লক্ষ্য করে৷
রাহুলের প্রশ্ন, ‘বিজেপি দেশের সংবিধান ধ্বংস করছে, স্বাধীন দেশের নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার খর্ব করছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করছে, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি গুঁড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে৷ এই আবহে কেরালার মুখ্যমন্ত্রী কেন দিন-রাত ২৪ ঘণ্টা আমাকে নিরন্তর আক্রমণ করছেন?’ এর পরেই দিল্লি এবং ঝাড়খণ্ডের দুই মুখ্যমন্ত্রীর ইডির হাতে গ্রেপ্তারির প্রসঙ্গ তুলে রাহুলের প্রশ্ন, ‘কেন কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ খাড়া করে ইডির তদন্ত হচ্ছে না? কেন তাঁকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে না? কেনই বা তাঁর মুখ্যমন্ত্রিত্ব কেড়ে নেওয়া হচ্ছে না?’ যদিও রাহুলের প্রশ্নের কোনও উত্তর দেননি কোনও বাম নেতা৷
তাত্পর্যপূর্ণ হলো, রাহুল গান্ধী যখন ওয়ানাড় কেন্দ্র থেকেই ফের ভোটে লড়ার কথা ঘোষণা করেন, ঠিক সেই সময়েই তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তাঁর প্রশ্ন ছিল, ‘কেন রাহুল গান্ধী কেরালা থেকে ভোটে লড়ছেন? এসবের অর্থ কী? উনি আসলে কী চাইছেন? উনি আসলে কাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন? বিজেপির বিরুদ্ধে না বামেদের বিরুদ্ধে?’
সেই সময়ে বিজয়নের প্রশ্নের উত্তর না দিয়ে রাহুল নিজের সিদ্ধান্তে অনড় থাকেন৷ এর পরে নির্বাচনী প্রচারে কেরালায় পা দিয়েই রাহুল সরাসরি তোপ দাগতে শুরু করেছেন বামেদের লক্ষ্য করে৷ নিজের আসন অটুট রাখতে মরিয়া হয়ে বিজেপির পাশাপাশি বামেদেরও যে রাহুল ছেড়ে কথা বলছেন না, তা দেখার পরে আরও বেশি উত্সাহিত হবে কংগ্রেস প্রার্থীরা, নয়াদিল্লিতে দাবি করা হয়েছে দলীয় সূত্রে৷ আবার উল্টোদিকে গেরুয়া শিবির রাহুল-বিজয়নের এই আকচাআকচিতে উৎফুল্ল।
এক প্রবীণ নেতার কটাক্ষ, ‘যেখানে সীতারাম ইয়েচুরি-ডি রাজা-রাহুল গান্ধীরা একমঞ্চে মিটিং করে ‘ইন্ডিয়া’ জোট গড়েছেন, সেখানে কেরালায় তাঁরাই আবার নিজেরা একে অন্যের মুখে কালি লাগাতে ব্যস্ত। আমাদের আর নতুন করে বিরোধীদের বিরুদ্ধে তো কিছুই বলতে হবে না। যা বোঝার মানুষ ঠিকই বুঝছেন।’