• India Population: ৭৭ বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ! রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
  • দেশে প্রচুর মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার হওয়া কারণ হিসেবে দায়ী করেন দেশের বর্ধিত জনসংখ্যাকেই। বাড়তি জনসংখ্য়ার জন্য় এদেশের যে কোনও ক্ষেত্রে প্রতিযোগিতাও অনেক বেশি। ভারতের জনসংখ্য়া বর্তমানে চিনের থেকে বেশি নাকি কম? রাষ্ট্রসংঘের জংসংখ্য়া তহবিল (UNFPA) ভারতের সর্বশেষ জনসংখ্য়া সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছে।দেশের জনসংখ্যা সংক্রান্ত রাষ্ট্রসংঘের সংস্থা ইউএনএফপিএ-এর (United Nations Population Fund) রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে ভারতের মোট জনসংখ্যা ১৪৪.১৭ কোটি, যেখানে ২০১১ সালে পরিচালিত আদমশুমারির সময় জনসংখ্যা ছিল ১২১ কোটি। চিনের জনসংখ্যা এখন ১৪২.৫ কোটি। শুধু তাই নয়, ৭৭ বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ হবে বলে অনুমান করা হয়েছে রাষ্ট্রসংঘের প্রতিবেদনে।

    রিপোর্টে দাবি করা হয়েছে, সন্তান জন্মের সময় মায়ের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতে, যা বিশ্বব্যাপী এই ধরনের মৃত্যুর ৮ শতাংশে নেমে এসেছে। ভারতে এই সাফল্যের কৃতিত্ব দেওয়া হয়েছে জনসাধারণকে সাশ্রয়ী মূল্যের এবং ভাল স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং লিঙ্গ বৈষম্য কমাতে সরকারের প্রচেষ্টাকে। রিপোর্টে জনসংখ্যার পাশাপাশি নবজাতক, মহিলা এবং এলজিবিটিকিউ স্ট্যাটাস ইত্যাদির মৃত্যুর তথ্যও সরবরাহ করা হয়েছে।

    রিপোর্টে কত বছর বয়সীদের উল্লেখ?

    রিপোর্টে বলা হয়েছে ভারতের জনসংখ্যার প্রায় ২৪ শতাংশ ০-১৪ বছর বয়সী, ১৭ শতাংশ ১০-১৯ বছর বয়সী।২৬ শতাংশ ১০-২৪ বছর বয়সী এবং ৬৮ শতাংশ ১৫-৬৪ বছর বয়সী। ভারতের জনসংখ্যার সাত শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি, যেখানে পুরুষদের আয়ু ৭১ বছর এবং মহিলাদের ৭৪ বছর।

    উল্লেখ্য, জনসংখ্যার এই অস্বাভাবিক পরিবর্তনের ফলে দেশের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার লক্ষ্যে এক শক্তিশালী কমিটি গঠন করার কথা বলেছিল মোদী সরকার। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময়, এই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতার সময় তিনি 'অমৃত কাল'-এর রূপরেখা প্রকাশ করেছিলেন। এরই অংশ হিসেবে তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখার জন্য, এই কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রীর কথায়, 'বিকশিত ভারত-এর লক্ষ্য পূারণের পাশাপাশি, কীভাবে সামগ্রিক দিক থেকে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা যায়, সেই বিষয়ে বিভিন্ন সুপারিশ করা দায়িত্ব থাকবে এই কমিটির।' ২০২৩-এর এপ্রিলেই ভারতের জনসংখ্যা ১৪২,৫৭,৭৫,৮৫০ জনে পৌঁছে গিয়েছে বলে অনুমান করা হয়। যা, চিনের জনসংখ্যার সমান।
  • Link to this news (এই সময়)