লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। এরকমই একটি মন্তব্য কোচবিহারের একটি জনসভা থেকে বলেছিলেন বিজেপি নেত্রী। সেই মন্তব্যের কড়া সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের একটি সভা থেকে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।বৃহস্পতিবার রায়গঞ্জে একটি জনসভায় হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপি নেত্রীর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার মন্তব্য তীব্র প্রতিবাদ জানান তিনি। মমতা বলেন, ‘তিন মাস বাদে বলছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, কে হরিদাস?’ তাঁর কথায়, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখাক। সাহস কতো দেখি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মা-বোনেদের জন্য করেছে। বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ‘ছিঃ বিজেপি।’
Laxmi Bhandar : 'আগামী তিন মাসের মধ্যে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার!' হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার মন্তব্যের মাধ্যমে বাংলার মহিলাদের ‘অপমান’ করা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, ১৫ এপ্রিল কোচবিহারের একটি জনসভা থেকে বিজেপি মহিলা মোর্চা নেত্রীকে বলতে শোনা যায়, ‘আগামী ৩ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।’ তাঁর কথায়, আমরা ভিক্ষা চাই না, আমরা স্বনির্ভর হতে চাই। এরপরেই তিনি জানান, লোকসভা নির্বাচনে ৩৫টি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরে এই সরকার ২০২৫ সালের মধ্যে পতন হবে। সেই মন্তব্যেরই কড়া সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পকে সামনে সামনে রেখেই এবারের লোকসভা নির্বাচনে ভালো ফলের আশায় রাজ্যের শাসক দল। তবে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হবে বলে একটি মন্তব্য করেছেন বিজেপি মহিলা মোর্চার এক নেত্রী। তাঁর সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম বিষয়টি নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন তিনি। মমতা বলেন, ‘মাথাটা কী গিয়েছে। ওঁরা মায়েদের নিয়ে বলছে।…মায়ের আঁচলের কত দাম, মা - আম্মার কত দাম, দেখে নেবেন। আপনারা জীবনভর পাবেন লক্ষ্মীর ভাণ্ডার।’
বিজেপি নেত্রীর এই মন্তব্যের ভিডিয়ো প্রকাশ করে সেদিনই প্রতিবাদ করা হয়েছিল তৃণমূলের তরফে। তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ‘৫৯ লক্ষ লোককে তাঁদের MGNREGA বকেয়া থেকে বঞ্চিত করেছে। ১১.৩৬ লক্ষ মানুষকে তাদের আবাস যোজনার তহবিল থেকে বঞ্চিত করার পরে বিজেপি এখন লক্ষ্মীর ভাণ্ডারের বাংলার ২.১১ কোটি মহিলাকে বঞ্চিত করতে চায়। আমরা জমিদারি বিজেপির "না ভালো করুঙ্গা, না ভালো করনে দুঙ্গা’ মনোভাবের তীব্র নিন্দা জানাই।’