Lok Sabha Election : ভোটের ৪৮ ঘন্টা আগে ফের উত্তপ্ত কোচবিহার
এই সময় | ১৮ এপ্রিল ২০২৪
এই সময়, কোচবিহার: লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে রাজনৈতিক সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়াল কোচবিহারে৷ গত বিধানসভা ভোটে কোচবিহারে হিংসার ছবি দেখেছিল গোটা দেশ। এ বার লোকসভা নির্বাচনে প্রথম দফায় অর্থাৎ শুক্রবার ভোট জেলায়। তার আগে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। মঙ্গলবার রাতে শীতলখুচিতে তৃণমূলের পথসভার শেষে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।অন্য দিকে, দিনহাটার ভেটাগুড়িতে বুধবার সকালে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা চালানো হয়। প্রতিবাদে দিনহাটা থানার সামনে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।শীতলখুচি থানার শিববাড়ি এলাকায় মঙ্গলবার রাতে তৃণমূলের পথসভা ছিল। সেই সভার শেষে সবাই বাড়ি ফিরে গেলে তৃণমূল কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। লোকসভা নির্বাচনে দলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার প্রচারে ওই অস্থায়ী পার্টি অফিস বানানো হয়েছিল৷
আগুন লেগে দলের পতাকা-ফেস্টুন সব পুড়ে যায়। তৃণমূলের শীতলখুচির ব্লক সভাপতি তপন গুহের অভিযোগ, বিজেপি কর্মীরা রাতে মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে আগুন ধরিয়েছে৷ পরে স্থানীয় বাসিন্দা ও দলের কর্মীরা এলে পালিয়ে যায় বিজেপি কর্মীরা। বিজেপির বিরুদ্ধে শীতলখুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
তৃণমূলের দাবি, গত বিধানসভা নির্বাচনে এই এলাকার বুথগুলিতে তৃণমূল কর্মীদের ভোট দিতে যেতে বাধা দিয়েছিল বিজেপি। সেই কারণেই মঙ্গলবার রাতে তৃণমূলের সভা শেষ হওয়ার পরে সবাই চলে গেলে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে৷ বিজেপির জেলা সহ-সভাপতি মনোজ ঘোষ বলেন, ‘বিজেপি এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল এসব মিথ্যা অভিযোগ করেছে৷’
শীতলখুচি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তে দু’জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর দুই অভিযুক্তই বিজেপি কর্মী। এদিকে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কর্মীদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও অভিযোগ তির বিজেপি কর্মীদের দিকে। হামলায় গাড়িতে থাকা দুই তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ। দিনহাটা হাসপাতালে তাঁদের চিকিৎসা করানো হয়৷ এক কর্মীর হাতে তিরের আঘাত লাগে বলে অভিযোগ। অন্য জনকে লাঠি দিয়ে মারা হয়।
তৃণমূলের দিনহাটার ব্লক সহ-সভাপতি জয়দীপ ঘোষ বলেন, ‘বুধবার দলের প্রার্থীর হয়ে শেষ দিনের প্রচারের কাজে বেড়িয়েছিলেন এই কর্মীরা৷ বেশ কিছু গাড়ি, বাইক ও টোটো রিকশায় চেপে ভেটাগুড়িতে বাড়ি বাড়ি চলছিল প্রচার। সেই সময় বিজেপি বাঁশ-লাঠি-তির হাতে হামলা করে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের দু’টি গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। দুই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
হামলার প্রতিবাদে দিনহাটা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঘণ্টা দুয়েক পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তোলেন তৃণমূল কর্মীরা৷ বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের দাবি, ‘তৃণমূলের নিজেদের মধ্যে বিবাদে গাড়ি ভাঙচুর হয়ে দলের কর্মীরা আহত হয়েছেন। অথচ বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ৷