• Lok Sabha Election 2024: ভোট শুরুর আগের দিনেই চূড়ান্ত গন্ডগোল, প্রার্থীর সামনেই চেয়ার ছোড়াছুড়ি BJP কর্মীদের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
  • Asansol-Surendra Singh Ahluwalia:

    রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election Phase 1) শুরুর আগেই চূড়ান্ত উত্তেজনা আসানসোলে (Asansol)। BJP প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার (Surendra Singh Ahluwalia) সামনেই বচসা-হাতাহাতিতে জড়ালেন দলেরই কর্মীরা। একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়িতে আহত বেশ কয়েকজন। উত্তেজনা থামাতে কর্মীদের শান্ত হতে বারবার আবেদন বিজেপি প্রার্থীর।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)