• Lok Sabha Elections 2024: জামুড়িয়ায় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ! ক্রোনোলজি বোঝাল তৃণমূল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৮ এপ্রিল ২০২৪
  • TMC On Jamuria Blust:

    দুয়ারে ভোট। তার আগেই রাজ্যে ফের বিস্ফোরণের ঘটনা। রামনবমীর রাতে আসানসোলের জামুড়িয়ার বাগডিহা গ্রামের সিদ্ধপুর এলাকায় একটি বাড়িতে মজুত বোমা ফেটেই এই কাণ্ড। ওই বাড়িটি বিজেপি নেতা কাজল গড়াইয়ের বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকে কাজল গড়াইয়ের খোঁজ মেলেনি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)