দুয়ারে ভোট। তার আগেই রাজ্যে ফের বিস্ফোরণের ঘটনা। রামনবমীর রাতে আসানসোলের জামুড়িয়ার বাগডিহা গ্রামের সিদ্ধপুর এলাকায় একটি বাড়িতে মজুত বোমা ফেটেই এই কাণ্ড। ওই বাড়িটি বিজেপি নেতা কাজল গড়াইয়ের বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকে কাজল গড়াইয়ের খোঁজ মেলেনি।