লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান কয়েকদিন আগেই। সেই জয়ের রেশ এখনও রয়েছে সবুজ মেরুন শিবিরে। তবে মুম্বইকে হারানোর পর জয়ের মঞ্চেই অভিনবভাবে সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গেল মেরিনার্স তারকাদের। জয়ের পর বাংলাদেশের সেই ভাইরাল সাংবাদিক রাজিবুল ইসলামকে নিয়ে মস্করায় মেতে উঠতে দেখা গেল মোহনবাগানের মনবীর সিং, আনোয়ার আলিদের। সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পাকিস্তানে একাধিকবার ওই বাংলাদেশি সাংবাদিককে নিয়ে মস্করা করা হলেও, ভারতে এটাই প্রথমবার ঘটল। অবশ্য ভিডিওটির সত্যতা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যাচাই করে দেখেনি। কিন্তু, সেই ভাইরাল ভিডিওর সূত্র ধরে বলা হচ্ছে যে মোহনবাগানের ফুটবলাররা নাকি বাংলাদেশের ওই সাংবাদিককে নিয়ে মস্করা করেছেন! মোহনবাগানের একাধিক ফ্যান পেজ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। যদিও অফিসিয়াল পেজ-এ এই ভিডিও শেয়ার করা হয়নি।